L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স নিলয় রায় | IELTS 7.0

বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এইচএসি পরীক্ষা দিয়ে নিলয়ের চোখে-মুখে অনেক বড় একটা স্বপ্ন ঘুরতে থাকলো | আশে-পাশের বন্ধু-বান্ধবরা , ক্লোজ রিলেটিভের কাজিনরা কানাডা আমেরিকা নেমে ভি-সাইন দিয়ে ফেসবুকে পোস্ট আপলোড করে | নিলয় সেইসব পোস্টে লাইক দেয়, শুভ কামনা জানায় আর জানার চেষ্টা করে, কেমন করে সে-ও আসতে পারবে ? কিছু পরিচিত মানুষ আর তথাকথিত এক ফোরামের অতি পন্ডিতের দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, রিপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়ামের কলেজ থেকে পাশ না করলে কানাডা অফার লেটার দেয় না ; ভিসার আলাপ নাকি অনেক পরের বিষয় !

নিলয় কিছুটা হতাশা নিয়ে আমাদের কর্পোরেট অফিসে আসলো | স্বপ্ন একটাই , গ্র্যাজুয়েশন করলে কানাডাতেই | নয়তো আমেরিকা , দুটোর যে কোনো একটা | সিলেটের ছেলে হলেও লন্ডন যাবে না | যার চোখে-মুখে ছিল অনেক বড় হওয়ার নেশা , তাকে কি আটকে রাখা যাবে ? নিলয় আমাদের কাছে আসার আগে IELTS-টা করে নিয়েছিল | শা এসোসিয়েটসে পা রাখার পর নিলয়কে আর পিছু ফিরে তাকাতে হয়নি | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনে নিলয় এখন যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত | এবার নিলয়ের ভি-সাইন দিয়ে পোস্ট দেওয়ার পালা | স্বপ্ন দেখা তরুণদের পাশে শা এসোসিয়েটস ছিল, আমরা থাকবো | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment