L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স নাইমুল আলম পাটোয়ারী | IELTS: 6.5

কংগ্র্যাচুলেশন্স নাইমুল আলম পাটোয়ারী |

আরেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাফল্য গাঁথার নতুন পালক | নাইমুল ভাই সেই পাখির পালক | বিজনেস ম্যানেজমেন্টের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করে নাইমুল ভাইয়ের ইচ্ছে হলো গ্রেজয় বার্ডের দলে নাম লেখানোর | সেইজন্য এক ফাঁকে IELTS-টা করে রাখলেন | একটু শংকা ও ভয় নিয়ে শা এসোসিয়েটস অফিসে এসে কথা বললেন সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে | বিভিন্ন তথাকথিত অনলাইন বুর্জুয়া মার্কা ফোরাম আর ব্লগে দেখলেন ও পড়লেন – জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের ভিসা দেয় না কানাডিয়ান হাইকমিশন | তার মধ্যে IELTS-এর স্কোর ও একটু কম | সেইসব ভয়কে দূর করে বাপন স্যার নাইমুল ভাইয়ের স্বপ্নযাত্রার সঙ্গী হলেন | কানাডার ভ্যাংকুভারে অবস্থিত এ’বছর সবচেয়ে বেশি ভিসা প্রাপ্ত ( সেকেন্ড রেঙ্কিং ) University Canada West-এ এমবিএ করতে নাইমুল ভাই এখন কানাডায় | আসলে , অনলাইনের ভাসমান ঠিকানাবিহীন লোকদের কথা শুনেছেন তো মরেছেন !! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment