আবারো ন্যাশনাল ইউনিভার্সিটির সফলতার গল্প | এই গল্প বলার আগে সুন্দর একটা এনালাইসিস বলে নেই | আপনি দেখুন , বাংলাদেশের পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরের কোনো বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড রাংকিংয়ের ৫০০-এর মধ্যেই নেই | সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি তো বহুত দূর কি বাত ? অথচ দেখুন , আমাদের দেশের মেধাবীরাই যাচ্ছে বিশ্বের নামি-দামি রাঙ্কিং লিস্টেড ইউনিভার্সিটিতে | এটাই আমাদের ক্ৰেডিট ও স্টুডেন্টসদের মেধার মূল্যায়ন | জেনিফার ম্যাডাম তাঁদের মধ্যে একজন |
ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে কানাডায় উচ্চশিক্ষা নেবার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করলেন | IELTS-এ স্কোর তুললেন 6.5 | এরপর ভালো এডুকেশন এজেন্টের সহযোগিতা | কারণ, সবাই সব বিষয়ে এক্সপার্ট হলে তো গলির মোড়ে প্রতিটা ফার্মেসির কম্পাউন্ডার হয়ে যেত একেকটি দক্ষ সিভিল সার্জন কিংবা স্পেশালিস্ট প্রফেসর ফিজিশিয়ান ! এজেন্টস নিয়ে ব্লগে-ফোরামে নানান ফেসবুকার, ইউটিউমারদের মূর্খামি কথাবার্তা আমাদের কাছে পাগলের প্রলাপ মনে হয় !
কানাডার লরেনশিয়ান ইউনিভার্সিটিতে ( Laurentian University ) এমবিএ করতে ভালো উপদেশ ও ভিসা পর্যন্ত্য সার্বিক সহযোগিতা করেছেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যার ! জেনিফার ম্যাডামকে ধন্যবাদ সপরিবারে কানাডায় যাওয়ার জন্যে | — শা অ্যাডমিন ম্যানেজার