L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স জুবায়ের আহমেদ নাঈম | IELTS 6.0

স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৪১
ছয়ে ছক্কা – IELTS 6.0

কংগ্র্যাচুলেশন্স জুবায়ের আহমেদ নাঈম |

আবারো চাপাতা শহরের গল্প | ব্রিটিশরা আমাদেরকে কি একটা যে হাতে ধরিয়ে দিয়ে গেলো , সকাল বেলা ঝকঝকে পাতার নিউজপেপার আর মুড়মুড়ে বিস্কিটের সঙ্গে চা না হলে দিনটাই পাংশে | মেঘলা কেমন যেন হালকার উপর ঝাপসা !

সেই শহরের ছেলে নাঈম | সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি করে IELTS-টা করে নিলো | স্কোর উঠলো 6.0 | আশে-পাশে সকলের বাইরে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে নাঈম-ও সেই স্বপ্নের মিছিলে যোগ দিলো | কিন্তু বিভিন্ন পেইজে শুধুই হতাশার খবর | রিফিউজ্ড আর রিফিউজ্ড ! নাঈম চিন্তায় পরে গেলো | সিলেটে শা এসোসিয়েটসের নেটওয়ার্ক থেকে খবর নিলো – যদি এই IELTS স্কোর দিয়ে হাতে গোনা কয়েকটি ফার্ম কাজ করতে পারে , তার মধ্যে শা এসোসিয়েটস একটি | নাঈম এর এক পরিচিত নাকি আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছে , সেই আশা ও বিশ্বাস নিয়ে নাঈম অবশেষে আমাদের কর্পোরেট অফিসে এসে হাজির | IELTS 8.5, 8.0, 7.5, 7.0, 6.5 স্কোরার স্টুডেন্টসদের ভিড়ে IELTS 6.0 নিয়ে কি শা এসোসিয়েটস কাজ করবে ?

নাঈমের চোখে মুখে নতুন কিছু করবার বিস্ময় দেখে আমাদের জুনিয়র অফিসার পারভেজ হোসাইন ফাইল হাতে নিলেন | স্বপ্নের উড়ানের গাংচিল উড়তে উড়তে অবশেষে কানাডার ম্যাপেললিফ ট্রিতে গিয়ে বসলো | নাঈম এখন টরোন্টোতে , ফাউন্ডেশন প্রোগ্রাম সহ আর্থ সাইন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে কানাডার লেকহেড ইউনিভার্সিটি নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়ে নাঈমকে স্বাগত জানালো | এবার ছুটে চলার পালা |—- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment