স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৩৬
ফ্যামিলি বন্ডিং – ওপেন ওয়ার্ক পার্মিট
সপ্তাহ সাতদিন – ভালবাসা প্রতিদিন
কংগ্র্যাচুলেশন্স জান্নাতুল ফেরদৌস এনি |
মনিরুল ভাই ( মনিরুল খান হায়দার ) যখন গত সেশনে কানাডা চলে গেলেন এমবিএ করতে ( University Canada West ) , তখন থেকে এনি ম্যাডাম একমাত্র সন্তান জারার আয়াতকে নিয়ে একা একা একটু টেনশনেই পরে গেলেন | ফ্রিল্যান্সার কাজে বাংলাদেশে টপ টেনের একজন মনিরুল ভাই | ভিসা পেয়ে এক মিনিট সময় নষ্ট করতে নারাজ , অন্যদিকে ক্লায়েন্টসদের ওয়ার্ক অর্ডারের চাপ | আমরা মনিরুল ভাইকে আশ্বস্থ করেছি , আপনি নিরাপদে যান , ম্যাডাম ও আপনার প্রিয় সন্তানকে ভিসা করে পাঠানোর দ্বায়িত্ব আমাদের | প্রথমবারই বলেছিলাম, একসাথে ফাইল জমা দিন | কিন্তু অনলাইনের কিছু কুতুব ও পন্ডিত মনিরুল ভাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছে — একসঙ্গে জমা দিলে খাড়ার উপর ভিসা রিজেকশন ! বাংলাদেশে এখন কাঁঠালের চেয়ে বিচি বেশী |
জান্নাতুল ম্যাডাম ও তাঁর প্রিয় সন্তানকে মাত্র দেড় মাসেই ভিসা করিয়ে দিয়ে মনিরুল ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে পেরে আমরা হাফ ছেড়ে বাঁচলাম ! যদিও এটা আমাদের জন্যে কঠিন কোনো কাজ না ! আমরা মনিরুল ভাইকে অনুরুধ করেছিলাম, কারা কারা আপনাকে চরমভাবে না করেছিল, তাদের নামগুলো যদি একটু দিতেন ! আমরা উনাদের বাসায় গিয়ে একটু চা খেয়ে আসতাম ! এতো ভিসা জ্ঞান নিয়ে উনারা ঘুমান কিভাবে ? মাঝখান থেকে মনিরুল ভাই একা একা কয়েকটা মাস ব্যাচেলর লাইফলিড করলেন | খুবই খারাপ লাগছে হায়দার ভাই | এবার খুশি তো ? —- শা অ্যাডমিন ম্যানেজার