স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ২৫
কংগ্র্যাচুলেশন্স খন্দকার জাহিদ হাসান শিহাব |
অনেকদিন পর AIUB-র স্টুডেন্টের সাফল্য নিয়ে লিখছি | AIUB থেকে প্রায় ৪০০ স্টুডেন্টস আমাদের মাধ্যমে আজকে কানাডা ও আমেরিকায় সুপ্রতিষ্ঠিত | শিহাব ভাই সেই যাত্রার ট্রেনে উঠলেন শা এর হাত ধরে | সঙ্গে সহযাত্রী আমাদের জুনিয়র এডুকেশন কনসালট্যান্ট রুসলান শাহ আদিব | অনেক স্বপ্ন – কানাডার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান Ontario Tech University-এ পড়া | IELTS- 6.5 দিয়ে কি সম্ভব ? আদিব ভাই বলেছেন , সম্ভব | তার মানে শিহাব ভাই পূর্ণ ভরসা পেলেন | AIUB- American International University-Bangladesh.
কানাডার Ontario Tech University-এর মতন বিদ্যাপীঠে Master of Engineering in Electrical and Computer Engineering প্রোগ্রামে ভর্তি ও ভিসা পেতে একটু-ও বিলম্ব হয়নি শিহাব ভাইয়ের | স্বপ্নের দেশে পছন্দের ভার্সিটিতে পড়তে পারা মানে জীবনে অন্যরকম কিছু একটা | আর এটা সম্ভব হয়েছে শা এসোসিয়েটসকে ক্যারিয়ার পার্টনার হিসেবে নির্বাচিত করা | আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই | — শা অ্যাডমিন ম্যানেজার