স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১০
কংগ্র্যাচুলেশন্স কল্লোল কান্তি পাল | IELTS 6.5
সাস্ট ( SUST- Shahjalal University of Science and Technology ) থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার এর উপর গ্র্যাজুয়েশন শেষ করে কল্লোলদা আর বেশী কিছু ভাবতে চাননি | উনার নেক্সট ডেস্টিনেশন ঠিক করলেন কানাডায় গিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া | সিলেট কিংবা সুনামগঞ্জ মানেই শা এসোসিয়েটস | ইংলিশে সিলেট আর সুনামগঞ্জের ফার্স্ট লেটার S বলেই সম্ভবত শা এসোসিয়েটসের S-কে সঙ্গে নিয়ে জার্নি করা | এই ব্লকের হাজার হাজার ছাত্র-ছাত্রী শা এসোসিয়েটসের কাছে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা | আমরা সেই সম্পর্কটা ধরে রেখেছি ২৫ বছর | আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যার পরামর্শ দিলেন – কানাডায় গিয়ে এমবিএ করা , মেজর হতে হবে Project Management | University Canada West সেই স্বপ্ন ও সুযোগের জন্য পারফেক্ট সিলেকশন | কারণ, কোন বিষয়ে এপ্লাই করলে ভর্তি ও ভিসা দুটোই হবে এবং সেইসঙ্গে ফ্যামিলি মেম্বারকে সঙ্গে নিয়েই ফ্লাই করা যাবে, পুরো ব্যাপারটাই একটাই মাস্টার প্ল্যান | সেইসঙ্গে রয়েছে অভিজ্ঞতার ঝুলি | কল্লোলদা চোখ বন্ধ করে বাপন স্যারের উপর বিশ্বাস রেখে অন্যান্য কাজ সারলেন | এবার প্রিয়তমাকে নিয়ে স্বপ্নের উড়ান দেওয়া |
শা এসোসিয়েটসের অনেকদিনের ট্যাগ লাইন – কথা দেই, কথা রাখি | — শা অ্যাডমিন ম্যানেজার