আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ফায়াজ | এইচএসসি পাশের পর তারুণ্যে ভরপুর ফায়াজ নানা সোশ্যাল কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রাখলো | এক ফাঁকে IELTS-টা করে নিলো | স্কোর তুললো- 7.
কারণ, ভিতরে ভিতরে একটা স্বপ্ন ছিল- কানাডা নয়তো আমেরিকা দুটোর যে কোনো এক দেশে গিয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করা | পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য শেষ ভরসার স্থান বাবা-মায়ের কাছে নিজের ইচ্ছার কথা প্রকাশ করলে বাবা ও মা দুজনেই সম্মতি দিলেন | ফায়াজকে আর কিছুই ভাবতে হয়নি | সোশ্যাল মিডিয়াতে বন্ধু-বান্ধবের রেফারেন্স নিয়ে আবিষ্কার করলো শা এসোসিয়েটসকে | সিনিয়র কনসালটেন্ট বাপন স্যার জানেন, তরুণদের স্বপ্নের চারাগাছ কিভাবে নার্সিং করতে হয় ! টরোন্টোর ডাউনটাউনে অবস্থিত York University-তে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রি ( মেজর কন্সেন্ট্রেশন ফাইন্যান্স ) অর্জনের জন্য ফায়াজকে কানাডার ভিসা ও ভর্তি করে দিতে বেশি সময় নিতে হয়নি |
আমরা ফায়াজের শ্রদ্ধেয় পিতা-মাতাকে ধন্যবাদ দিতে চাই, এতো কনসালটেন্সি ফার্মের ভিড়ে আমাদেরকে নির্বাচিত করে প্রিয় সন্তানের ভবিষ্যৎ স্বপ্নকে এতসুন্দর ও সহজভাবে এগিয়ে নিয়ে যাবার জন্যে | আমরা চাই ফায়াজ বাবা-মায়ের স্বপ্নপূরণে পড়াশোনায় সবসময় নিজেকে বেশি সময় দিবে | কানাডায় গড়ে উঠা ফ্রিডম লাইফ , বন্ধু-বান্ধব , আনন্দ-ফুর্তি জীবনের প্রয়োজনে সেকেন্ড অপশনে রাখবে | আমরা তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি ফায়াজ | — শা অ্যাডমিন ম্যানেজার