আবারো ন্যাশনাল ইউনিভার্সিটি | অত্যন্ত ধীর স্থির চুপচাপ স্বভাবের মানুষ – রাজাউল ভাই ! অফিসে এসে এতোই কম কথা বলতেন, আর এতো আস্তে আস্তে কথা বলতেন যে, আমরা বলতাম- রাজাউল ভাই, আরেকটু জোরে বলেন ; আমাদের শুনতে কষ্ট হচ্ছে ! খুবই চমৎকার মনের মানুষ রাজাউল ভাই ! সিলেটের মানুষজন এমনিতেই অনেক ভালো মনের অধিকারী হন | চা , মাছ , কমলা লেবু , পাথর , প্রাকৃতিক সৌন্দর্য্য, তেল, গ্যাস সবকিছু যেন আল্লাহতায়ালা উজাড় করে দিয়েছেন এই সিলেটবাসীকে | সেই শহরের ছেলে রাজাউল ভাই !
সিলেটের কানাইঘাট কলেজ থেকে ইংলিশে অনার্স করে রাজাউল ভাইয়ের এবারের ইচ্ছে- নর্থ আমেরিকায় গিয়ে মাস্টার্স করা ! এক ফাঁকে IELTS-টা করে নিলেন; স্কোর উঠালেন 6.5 | সিলেটে আমাদের অফিস নেই, কিন্তু সিলেট থেকে যাওয়া প্রায় এক হাজারের বেশি স্টুডেন্টস যেন আমাদের একেকটি প্রতিচ্ছবি ! আমাদের আনঅফিসিয়াল এম্বাসেডর ! বিয়ানীবাজারের টিপু জহির নামে একজন প্রাক্তন ছাত্র – যিনি বর্তমানে কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স কার্ড হোল্ডার; তিনি আমাদের কাছে যে পরিমান স্টুডেন্ট রেফার্ড করেছেন , এবং তার ৯৫% স্টুডেন্টসের ভিসা করে দিয়েছি – সেই পরিমান পাসপোর্ট বোধহয় সিলেটের অনেক এজেন্সির মালিকেরা একসঙ্গে দেখেননি !
রাজাউল ভাই আমাদের কর্পোরেট অফিসে এসে দেখা করলেন আমাদের ডকুমেন্ট প্রসেসিং অফিসার মো: পারভেজ হোসাইনের সাথে | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ এডুকেশনাল স্টাডিসের উপর উচ্চতর ডিগ্রি নিতে রাজাউল ভাই এখন থান্ডারবেতে ! সেখানেও কি আস্তে আস্তে কথা বলেন রাজাউল ভাই ? —- শা অ্যাডমিন ম্যানেজার