স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ২৭
কংগ্র্যাচুলেশন্স আসিফ জাফর মুরাদ |
নদী-বন্দর-দরগা , তিনে মিলে চাটগাঁ ! সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মুরাদ ভাই | বিবিএ শেষ করে জয়েন করলেন একটা ফাইনান্সিয়াল কোম্পানিতে | এমবিএ করার স্বপ্ন নিয়ে IELTS-এ স্কোর তুললেন ৮.০ | এবার একজন অভিজ্ঞ ওভারসিজ এডুকেশন কনসালট্যান্ট সিলেক্ট করা | মুরাদ ভাই আমাদের চট্টগ্রাম অফিসের ছোট গ্রাম শা এসোসিয়েটসকে খুঁজে পেলেন | কথা বললেন রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সাথে | IELTS-এ 8.0 ( এইট ) পাওয়া মানেই সব জানেন, নিজে নিজেই সব করবেন — এমনটা কখনোই মনে করেন নাই মুরাদ ভাই ! এটাই হওয়া উচিত ! গ্রামের সাঁকো করবার মিস্ত্রি দিয়ে নিশ্চই পদ্মা সেতুর নকশা করানো হয়নি !!
ভ্যাংকুভারে অবস্থিত University Canada West-এ MBA ( এমবিএ ) করতে মুরাদ ভাই এখন তাঁর পছন্দের দেশে , প্রিয় ক্যাম্পাসে ! — শা অ্যাডমিন ম্যানেজার