L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স আবুল হাসান ওহী | IELTS: 6.5

স্বপ্নের উড়ান – সফলতার গল্প ৪

ঘুম থেকে উঠেই অধিকাংশ বাঙালির পছন্দের সময়, ভাললাগার মুহূর্ত এক কাপ ধোঁয়া উঠা গরম চা , সাথে বিস্কিট কিংবা মুড়ি | বাঙালিদের চাওয়া-পাওয়ার পরিমান ছোট , কিন্তু মনটা বিশাল | চায়ের দোকানে গিয়ে একা একা চা খেতে পারে না বাঙালি ; সঙ্গে জড়ো করে চার-পাঁচজন | তারপর চলে নানান গল্প, জীবনের লক্ষ্য নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা , খোশগল্প , আলাপচারিতা | একসময় সেই কথামালা গিয়ে দাঁড়ায় জীবনের নতুন ডেস্টিনেশনে | সিলেটের ছেলে আবুল হাসান ওহী সেই কাজটাই করেছে , সন্দেহ নেই | সিলেটের আনাচে-কানাচে কানাডায় উচ্চশিক্ষা নিয়ে গল্প উঠলে শা এসোসিয়েটসের নাম আসবেই |

সরকারি মদন মোহন কলেজ থেকে এইচএসসি শেষ করে ওহী সময়মতো IELTS-টা করে নিলো | স্কোর তুললো- 6.5 | বাকি কাজ সম্পন্ন করলো আমাদের কর্পোরেট অফিসের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিব স্যার | কুইবেকের সেরা বিশ্ববিদ্যালয় কনকর্ডিয়াতে ইন্টারন্যাশনাল বিজনেসের উপর ব্যাচেলর ডিগ্রি অর্জনে ওহীর ক্যারিয়ার পার্টনার হতে পেরে শা এসোসিয়েটস আনান্দিতবোধ করছে | সিলেটের প্রায় ৫০০ স্টুডেন্টস তাঁদের ভাগ্য গড়ে নিয়েছে শা-এর মাধ্যমে | আমরা সবাইকে অভিবাদন জানাচ্ছি |

Leave a Comment