L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স আফসানা বিনতে হোসাইন ও মো: ফকরুল ইসলাম | IELTS: 7.0

UK-বেইজড বিশ্ববিদ্যালয় ডেনমার্কের Coventry University থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করে ম্যাডাম কোপেনহেগেনের একটি বিজনেস অর্গানাইজেশনের সুপারভাইজর পজিশনে জব শুরু করলেন | বিদেশের মাটিতে বসেই উপলব্ধি করলেন – মাস্টার্স ডিগ্রির ভ্যালু কত ? সেই চিন্তা-ভাবনা থেকে IELTS করলেন এবং স্কোর উঠালেন 7.0 | এরপর অনলাইনে সার্চ করলেন – বাংলাদেশের বেস্ট এজেন্সি কোনটা ? কে এই ফাইল নিয়ে কাজ করলে ডেনমার্কে বসেই পাসপোর্ট সাবমিশন ও বায়োমেট্রিক দিয়ে ভিসা কনফার্ম করতে পারবে ?

গুগল বিজনেস পেইজে ও ফেসবুক রিভিউ দেখে আফসানা ম্যাডাম সিদ্ধান্ত নিলেন- কাজটা শা এসোসিয়েটস দ্বারাই করাবেন | তাঁর এই ওভার-কনফিডেন্স ও আমাদের প্রতি অন্ধ বিশ্বাস দেখে আমরা সত্যি অনেক অনেক খুশি হয়েছি | ম্যাডামের বাবা-মা এসে আমাদের সাথে কথা বলে সব ফর্মালিটি শেষ করে গেলেন | সিইও স্যার উনাদেরকে কথা দিয়েছিলেন– ডেনমার্ক থেকেই আপনার মেয়ে তাঁর প্রিয় হাজব্যান্ডকে নিয়ে ফ্লাই করবে | অযথা দেশে এসে টাইম এন্ড অর্থ নষ্ট করতে হবেনা | সিইও স্যার একটা কিছু বলা মানে বাস্তবায়ন হওয়া সময়ের ব্যাপার |

কানাডার Laurentian University-তে MBA করতে ম্যাডাম এখন লাগেজ প্যাকে ব্যস্ত | ডেনমার্ক টু কানাডা | কোপেনহেগেন থেকে স্যাডবেরী | মানুষের জীবনটাই পাখির মতন | মাইগ্রেশনের এই ধারায় পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুঁটে বেড়াচ্ছে কোটিকোটি মানুষ | প্রতিদিন আকাশের বুকে হাজার হাজার বিমানের উড়াউড়ি | ফ্লাইট রাডারে দেখা যায়— কি পরিমান এরোপ্লেনের জটলা ! মানুষ উড়ছেই , নানান ভাষা নানান চেহারা ও নানা মানুষের পদচারণায় এই পৃথিবীর আকাশ , জলপথ , স্থলপথ নির্ঘুম কাটিয়ে দিচ্ছে প্রতিটা দিন প্রতিটা রাত…শুধু আমাকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবে বলে | আসুন, পাখি হয়ে বাঁচি |

ফকরুল ভাই ও আফসানা ম্যাডামকে শা টিমের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও ভালবাসা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment