L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স আফজাল খান শুভ ( স্টাডি পার্মিট ), IELTS 7.5 ও মারিয়া জাহান রিতু ( ওপেন ওয়ার্ক পার্মিট )।

ভারতীয় হাই কমিশন কর্তৃক ICCR স্কলারশিপ প্রোগ্রামে ফুল বৃত্তি নিয়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের উপর উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এলেন শুভ ভাই | যোগ দিলেন দেশ সেরা MJL গ্ৰুপে বিজনেস এনালিস্ট হিসেবে | কাজের পরিবেশে গিয়ে উপলব্ধি করলেন, নর্থ আমেরিকা কিংবা ব্রিটেনের একটা মাস্টার্স ডিগ্রি থাকলে ক্যারিয়ারের রিজিউমিটা এমপ্লয়ারদের কাছে টপনচ হিসেবে এসেপ্টেড হয় | সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে রিতু ম্যাডামকে সঙ্গে নিয়ে আসলেন আমাদের শা এসোসিয়েটস অফিসে | একজন কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড ক্যারিয়ার কনসালটেন্ট আপনার নর্থ আমেরিকার উচ্চশিক্ষা গ্রহণে যে পরামর্শ দিতে পারবেন, আজকাল ইউটিউমার ও ফেসবুকে ব্লগারদের উৎপাতে অনেকে এডুকেশন এজেন্টদের কাছে যেতেই ভয় পান | কারণ, তাদের কাছে কানাডাকে মনে হয় গ্রানাডা যাওয়ার টিপস | বাসায় বসে ক্যামেরা একটা লাগিয়ে সারাদিন বাঁচালের মতন কী সব খিস্তি-খেউর করেন , তারাই ভালো বলতে পারবে | আমাদের মনে হয় , আধা ঘন্টা পর তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়; বলেন তো , এতক্ষন কি বলছেন ? ১০০ জনের মধ্যে ১০০ জনই মনে হয় আকাশ থেকে পড়বে ! আসলে, হাতে অফুরন্ত সময় থাকলে ও ঘরে বসে ফাউ ভুয়া এডভাইস দিয়ে যদি টু-পাইস কামানো যায়, মন্দ কি ? শুভ ভাই আমাদের বাপন স্যারের সাথে বসে কথা বললেন | এক ফাঁকে করে নিলেন IELTS , স্কোর তুললেন 7.5 | একটি প্রফেশনে প্রায় চৌদ্দ বছর কাটিয়ে দেওয়া অভিজ্ঞ কনসালটেন্ট বাপন স্যার শুভ ভাইকে নতুন দিগন্তের পথ দেখালেন | অন্টারিও প্রভিন্সে অবস্থিত ” Laurentian University “-তে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এর উপর MBA করতে শুভ ভাই এখন ম্যাডামকে সঙ্গে নিয়ে নতুন মিশনে নামার পূর্ণ প্রস্তুতিতে | দুইজনের কানাডা মিশনে সহযাত্রী হতে পেরে শা টিম আনন্দিত ও খুশি অনুভব করছে | শুভ ভাইয়ের মতো স্কলার স্টুডেন্টসরা সবসময় শা এসোসিয়েটসের কাছে অনেক মূল্যবান সম্পদ | –

Leave a Comment