L O A D I N G

কংগ্রাচুলেশন্স সাজ্জাদুর রহমান শুভ |IELTS: 7.0

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১

কংগ্রাচুলেশন্স সাজ্জাদুর রহমান শুভ | বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির কৃতি স্টুডেন্ট দিয়েই শুরু করছি ফল সেশনের প্রথম সাকসেস স্টোরিজের এপিসোড | শুভ ভাইকে আমাদের প্রানঢালা অভিন্দনদন ও শুভেচ্ছা , যিনি আমাদের উপর পুরো আস্থা রেখেছেন তার এই জার্নিতে | উনি ভালো করেই জেনে এসেছেন , সব কাজ সবাইকে দিয়ে হবে না | উনি এটাও জানতেন – ভার্সিটিতে ভর্তির পর শা এসোসিয়েটস কখনোই ইউনিভার্সিটির টিউশন ফি অফিসে জমা রাখে না | যেটা একরকম ক্রাইম ও গর্হিত অপরাধ | এই বিষয়টা নিয়ে আমরা বহুবার পোস্ট দিয়েছি , আপনি কখনোই কোন এডুকেশন এজেন্টের অফিসে নগদ টাকায় টিউশন ফি জমা করবেন না ; এটা সেই অফিস রাখতে পারে না | বাংলাদেশে ব্যাংকের নিয়ম অনুযায়ী এটা একটা মানি লন্ডারিং কেস | আমরা টিভিতে এমনসব কিছু ফার্মের কর্মকান্ড দেখে খুবই হতাশ ও উদ্বিগ্ন ! আমরা আশা করছি – বাংলাদেশের প্রচলিত আইনে তাদের কঠিন শাস্তি হবে |

শুভ ভাই সঠিক সময়ে বেছে নিয়েছেন বেস্ট এজেন্ট | কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থিত University Canada West-এ শুভ ভাইকে MBA (এমবিএ) সাবজেক্টে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা করতে পেরে শা টিম আনন্দিত বোধ করছে | স্বপ্নের দেশে শুভ ভাইয়ের নতুন ক্যারিয়ার সাফল্যের আলোকে বিকশিত হউক , এই প্রত্যাশায় | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment