স্বপ্নের উড়ান : সফলতার গল্প-৩
PET লাভার সূচি ম্যাডাম আমাদের অফিসে আসলে উনার প্রিয় পাপ্পীকে নিয়ে আসতেন | আমাদের স্টুডিওতে ইন্টারভিউ দিয়েছেন ওকে টেবিলের উপর বসিয়ে | খুবই শান্ত-শিষ্ট নম্র স্বভাবের এই পাপ্পীকে আমাদের দারুন ভালো লেগেছে | কংগ্রাচুলেশন্স ম্যাডাম নাহিয়ান দুর্দানা সূচি | আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে EEE-র উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করে সূচি ম্যাডাম মাস্টার্সটা কানাডায় করতে সকল প্রস্তুতি নিয়ে নিলেন | IELTS-এ চমৎকার স্কোর তুললেন | ভালো জব-ও করছিলেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে | কিন্তু বিদেশে উচ্চশিক্ষার ডিসিশন নিতে ম্যাডাম আস্থা রাখলেন শা এসোসিয়েটসের উপর | লাইফ পার্টনার তানভীর আহমেদ ভাইকে নিয়ে এসে কথা বললেন আমাদের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিব স্যারের সাথে | একটা ভালো পরামর্শ ক্যারিয়ারের অনেক গতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে |
সূচি ম্যাডাম ও তানভীর ভাই আমাদের কাউন্সেলিংয়ে পুরো ভরসা রাখলেন | কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড ( MUN-মুন ) সূচি ম্যাডামকে অফার দিলো- Master of Applied Science (Safety and Risk Engineering) program বিষয়ের উপর মাস্টার্স করবার জন্যে | নর্থ আমেরিকার যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসার সিদ্ধান্তগুলো হুটহাট করে নিলেই হবে না ; সেক্ষেত্রে দরকার একজন দক্ষ অভিজ্ঞ স্প্যেশালাইজড এডুকেশন কনসালট্যান্ট | ধন্যবাদ ম্যাডাম আমাদের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবার জন্য | ম্যাডাম কিন্তু তাঁর পাপ্পীকে নিয়েই কানাডা যাচ্ছেন ; সেই ব্যবস্থা-ও করে দিয়েছি আমরা | প্রকৃতি পশু-পাখি ফুল-ফলের প্রতি আমাদের ভালবাসা হউক নিঃস্বার্থ গাঢ় ও মানবিক || — শা অ্যাডমিন ম্যানেজার