L O A D I N G

ওয়ান ওয়ে বিমান টিকিট এবং প্রি-আরাইভ্যাল গাইডলাইন

ফল সেশনে আমাদের যে সকল ছাত্র-ছাত্রী পাসপোর্ট ও ভিসা হাতে পাওয়ার পর টিকেটের জন্যে দুশ্চিন্তায় আছেন; আমরা সবাইকে অনুরুধ করবো —- সরাসরি এয়ারলাইন্স অফিসে গিয়ে কথা বলুন | আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলছি , সেপ্টেম্বর মাসটি অনলাইনে ক্লাস করা যায় কিনা ? আসলে ছাত্র-ছাত্রী বেশি, কিন্তু সেই পরিমানে ঢাকা টু টরন্টো ফ্লাইট নেই | প্রব্লেমটা এখানেই ! টরন্টো এয়ারপোর্টে নামার পর আপনার কি করণীয় , সেই বিষয়ে প্রতিদিন বিকেল পাঁচটায় প্রি-আরাইভ্যাল গাইডলাইন দেওয়া হচ্ছে ; ডকুমেন্টস ফাইলিং করে দিচ্ছি ; সেইসঙ্গে আমাদের টরন্টো অফিস প্রতিনিধির সাথেও পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে | টরন্টো কিংবা যে কোনো সিটিতে ল্যান্ড করে ইমিগ্রেশন শেষ করবার পর আপনার পূর্ব-নির্ধারিত রেসিডেন্স-এ পৌঁছে দেওয়া কিংবা বাসা ঠিক করে দেওয়া সবকিছুই আমাদের প্রতিনিধির দ্বারা সম্ভব | কানাডায় আপনার স্বপ্নের ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছার পর সেখানকার একাডেমিক সুপারভাইজারের সঙ্গে কথা বলা , ব্যাঙ্ক একাউন্ট খুলতে হেল্প করা ; আপনার প্রাথমিক অতি জরুরি সামগ্ৰী কিনতে শপিং মলে নিয়ে সহযোগিতা করা —- সবকিছুই আমরা করে থাকি নিজ দ্বায়িত্বে | আমার মনে হয় আমাদের প্রতিটি ছাত্র-ছাত্রী এটা স্বীকার করতে বাধ্য হবেন যে, নামমাত্র এই সার্ভিস চার্জের বিনিময়ে আপনি যে কতটা রিলাক্স ও ফুরফুরে থাকেন, সেটা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না |

আপনি যদি এখনো টিকিটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকেন বা পারচেজ না করে থাকেন ; তাহলে আমাদের অপারেশন্স অফিসার শেখ মো: হানিফ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন | তাঁর সাথে যোগাযোগের মাধ্যম ইমেইল : [email protected]

আরো বিস্তারিত তথ্যের জন্যে শা এসোসিয়েটসের যে কোনো অফিসে এসে সরাসরি সাক্ষাৎ করুন | আমরা আপনার শুভ যাত্রায় একজন ট্রাস্টেড ট্রাভেল পার্টনার হতে চাই | শা এসোসিয়েটসের সিস্টার কন্সার্ন শা এলিট ট্যুরস আপনার সেবায় নিয়োজিত | — শা অ্যাডমিন ম্যানেজার ( SA Elite Tours )

Leave a Comment