রাফাত নজরুল । নোয়াখালির চাটখিল শহরের উদ্যমী কর্মঠ যুবক । সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক মানের হাসপাতালে অর্থনৈতিক ম্যানেজমেন্ট পদে চাকুরী করতে গিয়ে পরিচয় ইন্ডিয়ান তরুণী নিমা পলের সাথে । সেখান থেকে ভালবাসা , বিয়ে , ফুটফুটে এঞ্জেল রাইসা । উচ্চশিক্ষায় আগ্রহী নিমা পল সৌদি থেকেই কানাডার স্টুডেন্ট ভিসার জন্যে ট্রাই করে ভিসা নিয়ে চলে গেলেন টরোন্টোর নায়াগ্রা কলেজে । প্রিয়তমার সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার পর রাফাত ভাইয়ের মন ভেঙে গেলো । এক বুক কষ্ট আর হতাশা নিয়ে সৌদি ছেড়ে নিজের দেশে ফিরে আসলেন । কানাডায় যাওয়ার উপায় খুঁজতে খুঁজতে সন্ধান পেলেন আমাদের প্রতিষ্ঠানের সিইও স্যারের । আসলেন, দেখা করলেন , ভরসা পেলেন । এবার যাওয়ার পালা । কিছু হাসি, কিছু প্রাপ্তির আনন্দ টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না , শা এসোসিয়েটস তা করেও না । রাইসা আবার তার বাবার কোলে ফিরে যাবে, আনন্দে মাথার চুলে বিলি কেটে দেবে, আইসক্রিম খেতে বায়না করলে সানডে কাপে স্ট্রবেরি ফ্লেভার দিয়ে রাফাত ভাই নিয়ে আসবে, এর চেয়ে মধুর দৃশ্য আর কি হতে পারে ? ওপেন ওয়ার্ক পার্মিট ক্যাটেগরিতে ভিসা পেয়ে রাফাত ভাই আবার তার প্রিয়তমার সান্নিধ্যে ছুটে যাবেন এক সপ্তাহ পরেই । আমরা তার এই শুভযাত্রায় অংশীদার হতে পেরে আনন্দিতবোধ করছি । — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen