L O A D I N G

ওপেন ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে ভিসা পেয়ে অমিতদা এখন টরন্টো তে

🇨🇦 ওপেন ওয়ার্ক পার্মিট
ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে মনিমালা ঘোষ দিদি ভাবলেন, কানাডায় একটা উচ্চশিক্ষা নিলে কেমন হয় ? স্বপ্ন দেখা মানেই শা এসোসিয়েটস । ভার্সিটির চিন্তা বাদ দিয়ে দিদি শেষে সিদ্ধান্ত নিলেন আপাতত কলেজে একটা পিজিডি করা যাক । টরোন্টোর সেনেকা কলেজ সেই কল্পনার সারথি ! হবিগঞ্জে কৈশোর তারুণ্য সব ফেলে কানাডায় নতুন জীবনের উদ্দেশ্যে ছুঁটে চলার গল্পের কারিগর মনি দি । সকল স্বপ্নের সাথে আমাদের সিইও স্যারকে রাখলেন একজন মেন্টর্স হিসেবে । কানাডার মতো বিশাল দেশে একা একা পড়াশোনা , পার্টটাইম জব সবকিছু মিলিয়ে মনিদি ভাবলেন , এবার অমিতদাকে নিয়ে আসা খুব দরকার । যেই ভাবা সেই কাজ । ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা দিয়ে অমিতদাকে নিতে একটুও কষ্ট করতে হয়নি দিদির ! এবার দুজনে দুজনার ।। ভালো থাকুন মনিদি ও অমিতদা !

আমাদের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
 হোয়াটসঅ্যাপ নম্বর: +880 1755227755

Leave a Comment