দুটোই বাঘ
প্রথমটা যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট দ্বিতীয়টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। দুটোই কিন্তু ঢাকায় শোভা পাচ্ছে !
এখন আপনি কোন বাঘটা নিবেন সেটা আপনার চয়েজ। মনে রাখবেন চিনি যত বেশি ঢালবেন শরবত তত বেশিই মিষ্টি হবে। টাকা খরচ করতে চাইবেন না অথচ ভাল কোয়ালিটিফুল সার্ভিস চাইবেন তা কি করে হয়।
আপনার কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে বিস্তর ফারাক বা পার্থক্য থাকলে দ্বিতীয় বাঘটিই ভাগ্যে জুটবে। প্রথম বাঘের মত সুন্দর বাঘ আর পাবেন না |
জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি বুঝতে শিখুন। নয়তো মানুষ আপনাকে বোকা বানাবেই …আপনিও এপ্রিল ফুল হবেন |
এটা অনস্বীকার্য্য যে, শা এসোসিয়েটসের সার্ভিস চার্জ অন্যসব এজেন্সি বা ফার্ম থেকে একটু বেশী | এর কারণ , কমিটমেন্ট এন্ড কোয়ালিটি অব সার্ভিস | শা এসোসিয়েটস, আর্টিস্ট অফ পারফেকশনিস্ট !