L O A D I N G

একুশে বইমেলা : বাংলা একাডেমি

সুপ্রিয় কুমার চক্রবর্তী , প্রধান নির্বাহী কর্মকর্তা , শা এসোসিয়েটস
সেইসঙ্গে পরিচালক , শা এলিট ট্যুরস

আমাদের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী পুরোদস্তর একজন প্রফেশনাল এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্ট , বলা যেতে পারে উনি একজন ডাইনামিক চৌকষ বিজনেসম্যান | অফিসের শত ব্যস্ততার ভিড়ে সাহিত্য , সংস্কৃতি , ভ্রমণ ও বিনোদন জগতে সুপ্রিয় স্যারের পদচারণা চোখে পড়বার মতন | উনি প্রফেশনাল , বাট কমার্শিয়াল নন | লেখালেখির ভুবনে উনার সখ্যতা স্কুল লাইফ থেকেই | প্রথম আর্টিকেল প্রকাশিত হয়েছিল জামালপুর প্রবাহ নামক একটি দৈনিক পত্রিকায় , ১৯৮৬ সালে | তখন উনি জামালপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী | দীর্ঘ ৩৬ বছরের কলম পরিক্রমায় বাংলাদেশের এমন কোনো পত্রিকা , ম্যাগাজিন নেই যেখানে সিইও স্যারের আর্টিকেল নেই, গল্প নেই | এ’পর্যন্ত্য প্রায় চারটি বই প্রকাশিত হয়েছে | নিজস্ব লেখনীর স্বকীয়তা ও বৈশিষ্ট্যে সুপ্রিয় স্যার একজন চমৎকার লেখক , গল্পকার ও কবি | বাংলা একাডেমির প্রথমা স্টলে কিংবা অনালাইনে রকমারি বুক ডট কমে অর্ডার দিয়ে বইগুলো সংগ্রহ করতে পারেন | বই পড়ুন, সুপ্রিয়কে জানুন |

আপন আলয় : বিদেশে উচ্চশিক্ষা , ক্যারিয়ার , ইমিগ্রেশন ও ভ্রমণ বিষয়ক
আপন খেয়াল: বারোটি রোমান্টিক কবিতার সংকলন
আপন ভুবন : তিনটি ছোট গল্পের সন্নিবেশ
আপন ভাবনা : লেখকের ফেসবুক পেইজের বাছাইকৃত পোষ্টের ঘন্ট |

Leave a Comment