আমাদের অফিসিয়াল পেইজে সাকসেস স্টোরিজের ভিডিও , ইমেজ , পাসপোর্টে ভিসা সহ পোস্ট দেখে যারা খুশিতে গদগদ হয়ে নিজে নিজে ফাইল জমা দিয়ে কিংবা অন্যান্য এজেন্সির ফেসবুকে কালারফুল বিজ্ঞাপন দেখে ধামাকা অফারে পাইকারি হারে ফাইল জমা দিয়ে এখন রিফিউজাল লেটার রিসিভ করছেন; তাদেরকে বলবো — দ্বিতীয়বার একই ভুল আর করবেন না | একটা জিনিস মনে রাখবেন, কানাডার ভিসা কিন্তু নেপালের অন এরাইভাল ( On Arrival ) ভিসা না !! দুটোকে বোধহয় অনেকে একসঙ্গে গুলিয়ে ফেলেন, সমস্যাটা সেখানেই |
তাই আমরা যারা রিফিউজ্ড হয়েছেন, তাদেরকে বিশেষভাবে অনুরুধ করবো ; কিংবা যারা সেপ্টেম্বর সেশনের ফাইল জমা দেবার প্রস্তুতি নিচ্ছেন , সবাই একটু আস্তে ধীরে সুস্থে হাঁটুন ! অন্যের দৌড় দেখে নিজে হুট্ করে দৌড়ানো শুরু করবেন না ! যে কোনো পরামর্শের জন্য আপনি শা এসোসিয়েটস অফিসে সুস্বাগতম !
একজন দক্ষ অভিজ্ঞ পরীক্ষিত ভিসা কনসালটেন্ট এর মূল্য আপনাকে দিতেই হবে ! এর কোনো বিকল্প নেই !
গণ রিফিউজাল লেটারের মিছিলে আর নিজের নাম লেখাবেন না !