L O A D I N G

Select Your Style

Choose your layout

Color scheme

একটি ভালো এডুকেশন এজেন্টস বা ক্যারিয়ার কনসালটেন্ট চেনার উপায় !!

আপনি যখন একটা ভালো বার্থডে প্রোগ্রাম কিংবা ওয়েডিং সিরিমনি অনুষ্ঠানের জমকালো আয়োজনের কথা চিন্তা করেন , তখন নিশ্চয় ইভেন্ট ম্যানেজমেন্টকে কল করেন ! কিংবা আপনি যখন আপনার বন্ধুর বড় ভাই বা আপনার মামার বিয়ের গাড়িটার উপর একটা ফ্লাওয়ার রিবন টাচআপ করাতে চান, নিশ্চয় শাহবাগে গিয়ে ফুলের দোকানে তাদের এলবাম দেখতে চান !! রাইট ? তার মানে হচ্ছে, যে কারো সার্ভিস নিতে গেলে আপনার উচিত হবে তার সাকসেস স্টোরিজ দেখা ; কাজের মান বোঝা , রেফারেন্স খোঁজা । ঝকঝকে চকচকে অফিস আর এক গাদা স্টাফ মানে এই না যে , সে খুব একটা বড় ফার্ম । রাশিয়ান এম্বাসির ও তো অনেক বড় জায়গা নিয়ে ভিসা অফিস; তাই বলে কি ওই দূতাবাসে ভিসার জন্যে সকাল থেকে লম্বা লাইন ?

নিশ্চয় আমার সাথে একমত হবেন যে , একটি প্রতিষ্ঠানের কাজের মান নির্ভর করে তার অফিসের সার্ভিস মূলনীতি , প্রিভিয়াস সাকসেস স্টোরিজের রেফারেন্স , ওই প্রতিষ্টানের কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ; অফিসের ইন্টারন্যাশনাল রিকগনিশন ও আপনি যা চাচ্ছেন তা দিতে ওই ফার্ম বা ব্যক্তি প্রস্তুত কিনা ? ব্যাস, হয়ে গেলো ! এখন আপনি যদি ফেসবুক নির্ভর প্রতিষ্ঠানের মিষ্টি কথার চক্করে পড়ে আপনার মূল্যবান সনদ, অর্থ , সময় , স্বপ্ন তুলে দেন , সেই দ্বায়িত্ব তো একটি ভালো এডুকেশন এজেন্টস কিংবা তাদের এসোসিয়েশন নিতে পারে না ! আপনি সস্তা সার্ভিস খুঁজবেন, পৌঁছার পর টাকা দিবেন, ভিসার পর টাকা দিবেন , অর্ধেক টাকা দেশে অর্ধেক টাকা বিদেশে … এমন মনোবাসনা নিয়ে পথ চললে তো হোঁচট খেতেই হবে ! একটা ভালো কনসালটেন্সি ফার্ম কিংবা এডুকেশন কনসালটেন্ট কখনোই আপনাকে এহেন কাল্পনিক অফার দিয়ে তার গুডউইল নষ্ট করবে না । সবাই কিন্তু ব্যবসা করে না ; এটা আপনাকে বুঝতে হবে ! ঢালাও অপপ্রচার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য শুভমঙ্গল বয়ে আনে না !

আপনি এজেন্সির সার্ভিস না নেন, ভালো কথা ; তাইবলে বাসায় বসে ফেসবুকে , সোশ্যাল মিডিয়াতে , স্কুলে, ক্লাসে এডুকেশন এজেন্টস, কনসালটেন্সি ফার্ম নিয়ে বাজে মন্তব্য করবেন, এটা হতে পারে না ! এটা কোনোভাবেই শোভনীয় নয় ! ঢাকা শহরে অনেক ভাল ভাল এডুকেশন এজেন্টস রয়েছে ; তাদের কার্যক্রম ওয়েবসাইটে ঘাঁটুন, অফিস ভিজিট করুন, প্রতিষ্ঠানের সিইও-র সাথে কথা বলুন ; কনসালটেন্টের সাথে নিজের স্বপ্ন নিয়ে গল্প করুন । দেখবেন, আপনি আপনার সার্ভিস অবশ্যই পাবেন । আর না হয়, ইংরেজিটা ভাল করে রপ্ত করে নিজে নিজেই ট্রাই করুন । কারণ, প্রত্যেকটি এজেন্টস প্রত্যেকটি কনসালটেন্ট ইংলিশে দক্ষ বলেই বিদেশী ইউনিভার্সিটি , কলেজ, ইমিগ্রেশন , দূতাবাসের সাথে ইংরেজিতে চিঠি আদান-প্রদান করে !! সবাই কিন্তু একটা কোয়ালিটি মেইনটেইন করে ; আপনি যেমনটা ভাবছেন, তেমনটা কিন্তু না !! আমাদের দেশে ব্যাংকের ম্যানেজার কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে থেকেও হয় , তাই বলে এডুকেশন এজেন্টস কিন্তু ইংরেজিতে এক্সপার্ট না হলে ইম্পসিবল !! কথাটা মাথায় রাখবেন । আশা করছি , ভালো এজেন্টস চেনার ও বোঝার আদ্যোপান্ত শিখেছেন !!— শা অ্যাডমিন ম্যানেজার

For details please contact with our Students and Career Department , call WhatsApp / IMO : 01755227755

Leave a Comment