মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় ও ভাঙে | চায়ে মাছি পড়লে চা ফেলে দেয়। আর ঘি তে পড়লে মাছি ফেলে দেয়।
নিজে নিজে ট্রাই করে ভিসা পেয়ে গেলে বিভিন্ন ফোরামের পেইজে পোস্ট দেয় …… এডুকেশন এজেন্টসদের কাছে না যাওয়াই উত্তম | পরামর্শ আর জ্ঞান বিতরণ : নিজে নিজে ট্রাই করুন |
আর রিফিউজ্ড হলে …..কনসালটেন্সি ফার্মের অফিসে এসে সারাদিন বসে থাকে | তখন টাকা কোনো ব্যাপার না ! ভিসা হওয়া চাই |
এটাই বাস্তবতা , এটাই নিয়ম ! দুর্ভাগ্য বোধহয় একেই বলে |
প্রত্যেকটি প্রফেশনের একটা ভ্যালু আছে , সেটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে , রেস্পেক্ট করতে হবে | একটি ইমিগ্রেশন ফার্ম অথবা এডুকেশন এজেন্ট কিংবা একজন ক্যারিয়ার কনসালটেন্ট আপনার বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা সপরিবারে ইমিগ্রেন্ট হবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন |