L O A D I N G

একজন ভিসা প্রত্যাখাত ছাত্রের আকুতি পত্র!

প্রতি- কানাডিয়ান হাইকমিশন, সিঙ্গাপুর

অনারেবল ভিসা অফিসার,

সালাম জানবেন | ট্রপিকেল বিউটিফুল বাংলাদেশের হৃদয় থেকে আপনাকে শুভেচ্ছা |

অদ্য সকাল সাত ঘটিকায় ঘুম থেকে উঠেই মোবাইলে টুং আওয়াজ শুনে মনটা আনচান করে উঠলো | আপনার অপিস হইতে পত্র আসিয়াছে দেখিয়া খুশিতে বিগলিত হইয়া আমার ফাইলের স্টেটাস চেক করিতে গিয়া বিষম খাইলাম | ইহা কি করিয়া সম্ভব , আমি নিজেকে স্বান্তনা দেবার কোনো ভাষাই খুঁজিয়া পাইতেছিলাম না | বিষন্ন মনে আপনার ভিসা প্রত্যাখ্যান পত্র পাঠ করিতেছি | নিজের অশ্রুকে আড়ালে রাখিয়া পত্র পাঠ শেষ করিয়া ভিসা প্রত্যাখানের কারণগুলো খোঁজার জন্যে নিজেকে ব্যস্ত করিলাম | আমার IELTS-এ স্কোর ছিল ৮.0 ; কোনো স্টাডি গ্যাপ নাই , শিক্ষাজীবনে একজন স্বেচ্ছাসেবক হিসেবে পাঁচ-সাতটা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের সনদ, বাবা-মায়ের এতো ফান্ড ও সম্পদ, তাঁদের শক্তিশালী সোশ্যাল এন্ড ফ্যামিলি টাইস সবকিছুই অতি যত্নের সাথে সন্নিবেশ করিয়া ফাইল জমা দিয়েছি | তার উপর কানাডার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ফুল-টাইম স্টুডেন্ট হিসেবে পছন্দের বিষয়ে অফার লেটার , সঙ্গে ছিল একাডেমিক এক্সসিলেন্স স্কলারশিপ অফার | এরপরেও আপনি কেন আমার ফাইলটি পজিটিভ করিতে অনাগ্রহ দেখাইলেন , নিজেকে প্রশ্ন করিয়া কোনো উত্তর খুঁজিয়া পাইতেছিনা |

অনলাইন ভিত্তিক কিছু আনরেজিস্টার্ড ফোরামের পন্ডিত মেম্বার ও অতি বুদ্ধিমান শিক্ষিত আত্মীয়-স্বজন অনেকেই পরামর্শ দিয়েছেন, আমি যেন কোনো এডুকেশন এজেন্টসের শরণাপন্ন না হই, আমি সেটাও মেনে চলেছি | নিজের ফাইল নিজে নিজেই সাবমিশন করিয়া আজকে সকালে এই বার্তা আপনি আমাকে দিয়েছেন, যা আমাকে যারপরনাই বিস্মিত ও হতবাক করিয়াছে |

আমার জানা-শোনা অনেক বন্ধুবান্ধব আমার চেয়ে কম IELTS স্কোর, অল্প ফান্ড , লং স্টাডি গ্যাপ থাকা স্বত্বেও তাহারা ভিসা পাইয়া আজ কানাডা গিয়া ভি-সাইন দিয়া ছবি তুলিয়া ফেসবুকে আপলোড করিয়া আমার শরীরে কাঁটা ঘায়ের নুনের ছিটা দিতেছে , যা আমার হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে ! আমার ভুলটা কি হইয়াছে , উহা নিয়া গবেষণা করিয়া আমি কোনো কুলকিনারা পাইতেছি না | এ’ব্যাপারে আমি কাহার কাছে গেলে উহার সদুত্তর পাইয়া শান্তিমনে নতুন করে আলোকের সন্ধান পাইবো , ইহা জানিতে মন বড়ই আকুলবেগে অপেক্ষা করিতেছে |

আশা করছি , আপনি আমার মতন একজন পোটেনশিয়াল ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সঠিক পথ দেখাইতে যথাযথ কার্য্যকরী ভূমিকা গ্রহণ করিবেন বলিয়া আশাবাদ ব্যক্ত করছি |

— ইতি
আপনার দেশের ভবিষ্যত নাগরিক হিসেবে আবেদনকারী ভিসা প্রত্যাখাত জনৈক ছাত্র ||

Leave a Comment