L O A D I N G

ঈদ মোবারক ২০২১!

বছর ঘুরে ঈদ গুলো ঠিকই আসে, তবে আগের মতো আনন্দগুলো আর হয় না। ছোট বেলায় একটা নতুন শার্ট অথবা একটা নতুন জামার জন্য সে কি প্রতিক্ষা। নতুন একটা শার্ট অথবা নতুন একটা জামা পাওয়ার পর সে কি আনন্দ! আজ হয়ত চাইলে হাজার টাকা দিয়ে এর চেয়ে অনেক অনেক দামি পোশাকটা নিজেরাই কিনতে পারি। কিন্তু হাজার টাকার এই পোষাকেও ছোট বেলার সেই একটা নতুন জামা পাওয়ার মতো আনন্দটা এখন আর হয় না।বুঝতে পারছি বড় হয়ে গেছি তাই হয়ত ছোট বেলার মতো এখন আর হুটহাট আনন্দ হয় না। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই বদলায়। পরিবেশ বদলায়, পরিস্হিতি বদলায়, এখন অনুভব করছি বড় বড় হওয়ার সাথে আনন্দগুলোও বদলে যায়। আনন্দের জায়গাগুলো দখল করে নিয়েছে গভীর একাকিত্ব, পাওয়া- না পাওয়ার যন্ত্রণা, অনেক বড় হওয়ার স্বপ্নছুট , স্বপ্ন পূরণের ব্যস্ততা, জীবনের আরও কত পিছুটান এখন আমাদের নিত্য সঙ্গী। চাইলেই আমরা এখন মন খুলে হাসতে পারি নাহ। কতকিছু ভাবতে হয়। কত কিছু আমাদেরকে ভাবায়। সব ভাবনা আর সব ক্লান্ততাকে ছেঁড়ে ছুড়ে ফেলে চলুন আজ একটা দিন বাঁচি আনন্দের সাথে। আজ হাসি মনখুলে। চলুন একটা দিন কাটাই স্বপ্নের মতো করে। আজ আর অন্য কারো স্বপ্ন পুরাণের উড়াল গল্প শোনা নয়, শুধুই মহান সৃষ্টিকর্তার ঐশ্বরিক ক্ষমতার গল্প শুনি | — সুপ্রিয় কুমার চক্রবর্তী ঈদ মোবারক!

💙

Leave a Comment