L O A D I N G

ইয়ং জেনারেশনদের প্রতি আমাদের বিনীত অনুরুধ

১. মোবাইল ব্যবহারে সময়কে নির্বাচন করুন | কতক্ষন ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন , কি কি দেখার জন্য , কি কাজের জন্য মোবাইল ও ইন্টারনেটকে কাজে লাগাবেন সেই ব্যাপারে একটা ছক কষে ফেলুন আজকেই | কোথায় আপনাকে থামতে হবে , সেই ব্যাপারটা ও মাথায় রাখবেন প্লিজ !

২. মোবাইল থেকে টিকটক এপ থাকলে আজকেই ডিলিট করে ফেলুন | আপনি নিজেও টিকটকের সাথে সম্পৃক্ত থাকলে আজকেই সেই একাউণ্ট বন্ধ করে ফেলুন | খুব ঠান্ডা মাথায় চায়নারা আমাদের দেশে এই ফালতু জিনিস রপ্তানি করে আপনাকে ধীরে ধীরে কর্মক্ষমহীন করে ফেলার মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে এবং তারা ৭০% অলরেডী সফল | যেসব দেশ এই টিকটক নিষিদ্ধ করেছে, তাঁদের ইয়ং জেনারেশন নানারকম সোশ্যাল এক্টিভিটিসে সময় ব্যয় করছে | বই কিনছে, বই পড়ছে | গাছ লাগাচ্ছে, পরিবেশ জলবায়ুর উন্নয়নে টিমওয়ার্ক করে যাচ্ছে |

৩. ফেসবুকে অযথা সময় নষ্ট করবেন না | খুব দরকার না হলে অযথা কোনো পোস্ট দিবেন না | কারো পোস্টে গিয়ে নিজের মনমতো আন্দাজে একটা কমেন্টস করে মানুষের কাছে ভুল বার্তা দিবেন না | সব পেইজ আপনার জন্য না | সবাইকে ফলো করার দরকার নাই | হাতে গোনা বিশজন আপনার ফ্রেন্ডলিস্টে রাখুন |

৪. ইউটিউবে শর্ট ভিডিও কিংবা ফেসবুকে রীল ভুলেও ব্রাউজ করবেন না | আপনার সকল ব্রাউজ ডাটা আজীবন থেকে যাবে তাঁদের কাছে | বিভিন্ন দূতাবাস এখন সোশ্যাল মিডিয়ার লিংক ভিসা ফর্মে উল্লেখ করতে নির্দেশ দিয়েছে |

৫. বইকে ভালোবাসুন | সময় পেলে বাসার সবাই মিলে মুভি দেখুন | যে কোনো ভাষার মুভি দেখুন , ভাষার প্রতি আলাদা একটা ফেসিনেশন তৈরী হবে | বন্ধু-বান্ধব মিলে পর্যটন স্পট ঘুরতে বের হউন | যে কোনো একটা মোবাইল সঙ্গে রাখবেন | জনে জনে মোবাইল নিলে কাজের কাজ কিছুই হয় না ; সবাই ব্রাউজিংয়ে ব্যস্ত থাকে |

৬. বিয়ে বাড়ি , জন্মদিনের অনুষ্ঠানে কিংবা শোকাবহ কোনো প্রোগ্রামে সকলের মোবাইল জমা রেখে তারপর অনুষ্ঠান শুরু করুন, প্রিয়জনের সাথে একান্ত সময় কাটান | যদি মোবাইল ব্রাউজ করবার জন্য আর জরুরি কল ধরবার জন্যেই আপনি সেই বাসায় যেয়ে থাকেন , তাহলে দয়া করে যাওয়ার দরকার নাই | আপনার এই আচরণ অনেকেরই কাছেই বিরক্তিকর , কিন্তু আপনি লজ্জা পাবেন বলে হয়তো বলে না | আপনার একটু স্পর্শ ভাললাগা ভালবাসা মিস হবে বলে সহ্য করে !

৭. আপনার নিজের ধর্মীয় উৎসবের সাথে অন্য ধর্মের লোকদেরকে জোর করে ইনভল্ভ করবেন না | কোনো উদাহরণ দিয়ে তাঁকে বিব্রত করবেন না | সবজায়গায় সবরকম বাচালতা মুর্খামির নামান্তর !

৮. আপনি আপনার ক্যারিয়ারের মাস্টার প্ল্যান অবশ্যই বাবা-মায়ের সাথে শেয়ার করবেন ; কিংবা বড় ভাই বড় বোন , এস্টাব্লিশড ফ্যামিলি মেম্বার যে কারো সাথেই মনখুলে আলাপ করুন | আপনার চেয়ে অনেক অভিজ্ঞ লোক এই সমাজে চুপচাপ বসে আছেন | মনে রাখবেন – খালি কলসি বাজে বেশি !

৯. বিদেশ বিদেশ করে নিজের বর্তমানকে একজায়গায় স্টাক করে ফেলবেন না | সময়ের স্রোতে আপনি যখন পড়ে যাবেন , উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন না | যদিও পান, দেখবেন – আপনার পিছনে কেউ নেই | সবাই যার যার মতো কেটে পড়েছে | সুতরাং , বন্ধু নির্বাচনে কৌশলী হউন |

১০. বিদেশে গিয়ে অযথা লম্বা সার্কেল তৈরী করবেন না | যে উদ্দেশে কানাডা ও আমেরিকা গেছেন , সেই দেশের পিআর কার্ড কিংবা পাসপোর্ট হাতে না আসা পর্যন্ত্য চুপচাপ পড়াশোনা ও কাজকর্ম করে যান | দিন শেষে আপনি হউন মোস্ট ডাইনামিক ট্যালেন্টেড ইনটেলিজেন্ট পার্সোনালিটি |

হয়ে উঠুন দেশের সম্পদ , দশের সম্পদ | — শা অ্যাডমিন ম্যানেজার

[ ছবি- মার্কেটিং টিমের সাথে আমাদের সিইও স্যার ]

Leave a Comment