Student Name: Mahfus Ul Alam
Ex Student of: East West University
Admitted at: University Canada West
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে বুদ্ধিমান চৌকষ ছাত্রদের দলে নাম লেখালেন মাহ্ফুস উল আলম! এই ইউনিভার্সিটির অনেক ছাত্র-ছাত্রী ইতিমধ্যে শা এসোসিয়েটসের মাধ্যমে কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন, তাদের কয়েকজন ফেসবুকে স্পষ্ট করে মাহ্ফুসকে নাকি বলে দিয়েছেন, যদি ফারদার হায়ার এডুকেশন নিতে চাও… তাহলে অনলি শা এসোসিয়েটস! সেই বিশ্বাসের সূত্র ধরে মাহ্ফুসের শা এসোসিয়েটসের গুলশান অফিসে আসা। আমাদের গুলশান ব্রাঞ্চের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ স্যার জানেন, কোন ফাইল কিভাবে ডিল করতে হবে? একজন ছাত্রের সার্বিক দিক বিবেচনা করে খালিদ স্যার সিদ্ধান্ত নিলেন মাহ্ফুসের জন্য বেস্ট হচ্ছে এমবিএ করা, এবং সেটা ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট হলে তো আর কোনো কথা নেই। এমবিএ করার জন্যে সবচেয়ে কম রিকুয়াইরমেন্ট কেবল এই একটি বিশ্ববিদ্যালয়ে। ক্যারিয়ারে একটি এমবিএ ডিগ্রি থাকা মানেই কর্পোরেট লেভেলে ম্যানেজেরিয়াল পোস্টে সরাসরি প্রবেশ। খালিদ স্যারের সঠিক সময়উপযোগী সিদ্ধান্তে ইস্ট ওয়েস্টের মাহ্ফুস কানাডা ওয়েস্টে!! — শা অ্যাডমিন ম্যানেজার