L O A D I N G

ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে অনিকের প্রাণখোলা হাসি , আমাদের কাজের সফলতার তৃপ্তি , এই হাসি আমাদেরও|

আমরা এবার ধারাবাহিকভাবে প্রকাশ করছি …. যে সকল ছাত্র-ছাত্রীরা আমাদের মাধ্যমে কানাডার টপ রেঙ্কিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ও ভিসা পেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন , তাদের সাফল্যের গল্প | সেইসঙ্গে শেয়ার করবো , শা এসোসিয়েটসের সাথে জার্নির সুন্দর অভিজ্ঞতার কথা | আজকে ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অনিক বিশ্বাসকে নিয়ে |

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট অনিক | এইচএসসি শেষ করে আইইএলটিএস করার পর অনিককে অনেকে অনেক কিছুই বুঝানোর চেষ্টা করলো ….কিন্তু অনিক তার আস্থা ও বিশ্বাস পুরুপুরি রাখলো শা এসোসিয়েটসের উপর | কারণ , এই কলেজের প্রায় একশো জনের মতো স্টুডেন্টস শা এসোসিয়েটসের হাত ধরেই আজকে কানাডা ও আমেরিকা | অনিক কোনো ভুল করতে চায় না | এনভাইরোমেন্টাল সাইন্স ( Environmental Science ) নিয়ে উচ্চতর ডিগ্রি নেবার স্বপ্ন অনিকের | সেই লক্ষ্য নিয়ে অনিক শা এসোসিয়েটসে আসলো | লেকহেড ও ইয়র্ক ইউনিভার্সিটি দুটোতেই ভর্তি হলো অনিক | এর পরের কাজটিও অতি সুন্দরভাবে সম্পন্ন করলেন আমাদের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যার | কানাডার হার্টে অবস্থিত ইয়র্ক ইউনিভার্সিটিতেই পড়ার সিদ্ধান্ত নিলো অনিক |

পার্ট-টাইম জব আর বাঙালি কমিউনিটিতে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে চায় সে | কিশোরগঞ্জের সন্তান অনিকের সেই লক্ষ্য ও স্বপ্ন সফল হউক | ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে অনিকের প্রাণখোলা হাসি , আমাদের কাজের সফলতার তৃপ্তি , এই হাসি আমাদেরও | — শা অ্যাডমিন ম্যানেজার

সিইও স্যারের সাথে সরাসরি সাক্ষাতের জন্য এপয়েন্টমেন্ট করুন এই হোয়াটস্যাপ নম্বরে কল করে .01755227766 অথবা আপনার সকল ডকুমেন্টস পাঠান এই ইমেইল আইডিতে : [email protected]

Leave a Comment