L O A D I N G

ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় কম্পিউটার সাইন্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে প্রস্তুত সামায়ুন কবির চৌধুরী!

সামায়ুন কবির চৌধুরী! ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি শেষ করে অন্য দশজন বন্ধুর মতো ক্যারিয়ারকে একটা সলিড জায়গায় নিতে পরিকল্পনার ছক হাতে নিয়ে চলে এলো শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে। মাইলস্টোনের অনেক ছাত্র আমাদের মাধ্যমে আজকে আমেরিকা ও কানাডা। প্রাক্তন বড়ভাই ও বন্ধুদের রেফারেন্স কখনই ভুল হবার নয়। কর্পোরেট অফিসের ভিসা কনসালটেন্ট বাপন স্যার সার্বিক তথ্যের আলোকে সামায়ূনকে পরামর্শ দিলেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় কম্পিউটার সাইন্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে। একজন এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্ট একজন প্রস্পেক্টিভ স্টুডেন্টের সাথে আধা ঘন্টা কথা বললেই বুঝতে পারেন, ওই ছাত্র-ছাত্রীর ভিতরে কি অদম্য নেশা রয়েছে। কোথায় তার গন্তব্য? কিভাবে সে নিজেকে মেলে ধরতে চায়? শা এসোসিয়েটস কখনোই বিজনেসের জন্য গুটিকতক কমিশন ভিত্তিক কলেজ কিংবা ইউনিভার্সিটি নিয়ে কাজ করে না। আমরা একজন ছাত্রের ফিউচারকে গুরুত্ব দেই, যা অন্যরা মোটেও দেয়না! তাদের কাছে বিজনেসটাই মুখ্য।
ভিসা পেয়ে শা এসোসিয়েটসের সিইও-র সাথে একটা ছবি তুলে গেলেন সামায়ুন ভাই। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment