কংগ্র্যাচুলেশন্স এবং ধন্যবাদ শাওন ভৌমিক | ধন্যবাদ এ’কারণে যে , আপনি অতি ধৈর্য্যের সাথে আমাদের সঙ্গে চৌদ্দটি মাস পার করেছেন | আমাদের প্রতি এই আস্থা , বিশ্বাস ও ধৈর্য্যের পরীক্ষায় পাশে থাকার জন্যে আপনাকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট |
কানাডিয়ান হাইকমিশনের একটার পর একটা ডকুমেন্ট চাওয়া , ব্যাকগ্রাউন্ড চেকিং এর নামে অযথা কালক্ষেপন আমাদেরকে যতটা না বিব্রত করেছে , আপনি ততটাই আমাদেরকে আশ্বস্ত করেছেন , হতাশ হবার কোনো কারণ নেই | SUST-সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির স্টুডেন্ট হয়ে আপনি প্রমান করেছেন, এই টেকনোলজির যুগে তাড়াহুড়া করে কোনো কিছু পাওয়া যাবে না | সবাইকে ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে | আপনি সেটা পেরেছেন , কারণ আপনার সঙ্গে ছিল আমাদের মোস্ট টেলেন্টেড ব্রিলিয়ান্ট ডাইনামিক কনসালটেন্ট বাপন সাহা | যিনি ভাঙতে জানেন , মচকাতে নয় ! উনি জানেন, কানাডিয়ান হাইকমিশনকে কখন কি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে | আরলা ফুড ( ডানো ব্র্যান্ড )-এর একজন চৌকষ এমপ্লয়ি হিসেবে আপনাকে মিস করবে পুরো ডানো পরিবার | দ্যা ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্টে প্রফেশনাল এমবিএ ডিগ্রি শেষে কানাডায় আপনি হয়ে উঠুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রদূত , এই প্রত্যাশায় | — শা অ্যাডমিন ম্যানেজার