L O A D I N G

ইউনিভার্সিটি অফ কনকর্ডিয়াতে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর উচ্চশিক্ষার জন্যে তানবীরকে পুরোদমে প্রস্তুত করলেন বাপন স্যার!

মোহাম্মদ খোরশেদ আলম তানবীর! সিলেটের বিয়ানীবাজার গভর্মেন্ট কলেজের প্রাক্তন ছাত্র। পারিবারিক গন্ডির বাইরে পৃথিবী দেখার অদম্য নেশা মাথায়। সেই সবুজ শ্যামল চা পাতার শহর সিলেট থেকে কংক্রিটের ব্যস্ততম রাজনগরী ঢাকায় ছুটে আসা, IELTS করা। তারপর শা এসোসিয়েটসের দরজা খুলে সত্যি সত্যি স্বপ্নের দুনিয়াতে প্রবেশ। বাপন স্যারের কাছে নিজেকে প্রকাশ করা মানেই কানাডাকে আবিষ্কার করা। কারণ, বাপন স্যার ভালো করেই জানেন, কোন ছাত্রের সীমাবদ্ধ যোগ্যতাকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে। তাইতো ,ইউনিভার্সিটি অফ কনকর্ডিয়াতে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর উচ্চশিক্ষার জন্যে তানবীরকে পুরোদমে প্রস্তুত করলেন বাপন স্যার! কারণ, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তানবীর যতটা শাইন করতে পারবে, অন্য সাবজেক্টে ততটা নয়। ভিসা ডেলিভারি নিয়ে বাপন স্যারের সাথে একটা ধন্যবাদের স্মৃতিচিহ্ন ছবি তুলে গেলেন তানবীর ভাই। ভালো থাকুন ! — শা অ্যাডমিন ম্যানেজার 

Leave a Comment