আহমেদুল হক | ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে এ’লেভেল শেষ করে ঢাকার একটি কনসালটেন্সি ফার্ম থেকে অফার লেটার নিয়ে ভিসার জন্যে আবেদন করে রিফিউজ্ড | পরিচিত জনের কাছে তার আব্বু শুনেছে, এখন এই রিফিউজাল কেইসকে আবারো পজিটিভ করতে পারবে একমাত্র শা এসোসিয়েটস ! আইইএলটিএস-এ ৬.৫ পাওয়া একজন স্টুডেন্ট কানাডার সেইন্ট মেরি’স ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব কমার্স বিষয়ে পড়তে গিয়ে এ’রকম হোঁচট খাবে , আমরা কল্পনাও করি নাই | কিছু কিছু ফার্ম আছে , অফার লেটার বিলিয়ে দিতে পেরেই আনন্দ | আহমেদুল হকের স্বপ্ন পূরণ হয়েছে , আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্যে আহমেদুল হকের বাবা-মাকে আমাদের সালাম | সকল অভিভাবকের কাছে আমাদের বিনীত অনুরুধ থাকবে, যে কোনো ফার্মে গিয়ে ভিতরের চাকচিক্য ডেকোরেশন , দু-একটা ইংরেজি শব্দ ব্যবহার করে স্টাইলিশ কাউন্সিলিং আর নামমাত্র ফি সার্ভিস চার্জ —- এসব দেখে শুনে খুশি হবার কোনো কারণ নেই | এ’পর্যন্ত্য কতজন ছাত্র-ছাত্রীর ভাগ্য পরিবর্তনে তাদের ভূমিকা ছিল, দলিল দস্তাবেজ দেখে কনফার্মড হয়ে নিন | —– শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen