L O A D I N G

আসুন, ফ্রি কালচার থেকে বের হয়ে ফি দিয়ে সার্ভিস নেই, নিরাপদ থাকি , জবাবদিহিতার আওতায় রাখি |

গুরু, শুধু গান না ; এই দেশের অনেক শিক্ষিত লোকজন বিদেশ যাবার ক্ষেত্রে এডুকেশন এজেন্টের কাছে গিয়ে পুরো সার্ভিসটাই ফ্রি খুঁজে ! মনে হয়, উনারা ওই কনসালটেন্সি ফার্মের মালিকের কত কাছের আত্মীয় ! এই জীবনে এসএসসি , এইচএসসি , ব্যাচেলর ডিগ্রি , IELTS করলো নিজের টাকায়; শুধু বিদেশ যাবার বেলায় এডুকেশন এজেন্টের কাছে গিয়ে ফ্রি খুঁজে !

অবশ্য কতিপয় ফার্ম এই দেশের কিছু ছাত্র-ছাত্রীদেরকে এই ব্রিটিশদের ফ্রিতে চা খাওয়ানোর মতো ফ্রি সার্ভিস দেবার নামে তলে তলে কত টাকা যে হাতিয়ে নিয়েছে ; সেটা বুঝতে বুঝতেই সেই ছাত্র-ছাত্রীর দফারফা ! দিনশেষে যখন খাতা-কলম নিয়ে বসে, তখন নিজের মাথার চুল নিজেই ছিড়েঁ ! অদ্ভুত এক মানসিকতার নাগরিক আমরা !

সবকিছুতেই ফ্রি খুঁজি ! অথচ ফ্রিতে বিদেশ যাওয়ার মানসিকতার সেই মানুষটি সেই দেশে গিয়ে একগ্লাস পানি-ও ফ্রিতে পান করবার সুযোগ পান না ! একেই বলে নিয়তির নির্মম পরিহাস ! আসুন, ফ্রি কালচার থেকে বের হয়ে ফি দিয়ে সার্ভিস নেই, নিরাপদ থাকি , জবাবদিহিতার আওতায় রাখি | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment