এবার শোনাবো শস্য-শ্যামলা সুজলা-সফলা অন্নপূর্ণা শহর নরসিংদীর মাটির ছেলের সফলতার গল্প | চট্টগ্রামে গ্র্যাজুয়েশন শেষ করে সওদাগরের জাহাজে চড়ে সাইফুল্লাহ আলভী ভাই সেই সুদূর চট্টগ্রাম থেকে ঢাকায় , রাজধানীর বুকে | যদিও চট্টগ্রামে আমাদের নিজস্ব অফিস রয়েছে | তারপরেও কিছু ছাত্র-ছাত্রী তাঁর প্রিয় কনসালটেন্টের কাছে ফাইল খোলার জন্য কোনো কিছুই বাধা মনে করেন না ; কোনো দূরত্বই তাদের কাছে মুখ্য বিষয় নয় | আলভী ভাই সোজা চলে এলেন আমাদের ডাইনামিক কনসালটেন্ট মো: আল-আমিন স্যারের কাছে | পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবুজে ঘেরা অপরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফেলে আলভী ভাই এখন পা রাখবেন কানাডার অনিন্দ্য সুন্দর ব্রিটিশ কলম্বিয়ার থম্পসন রিভার্স ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসে | লক্ষ্য …..প্রফেশনাল এমবিএ ডিগ্রি অর্জন | ক্যারিয়ারে দ্রুত পদোন্নতি কিংবা কোর্স কমপ্লিটের পর সেই দেশে পার্মানেন্ট সিটিজেন হতে এমবিএ ডিগ্রির কোনো বিকল্প নেই | আলভী ভাই তাঁর চৌকষ মেধা বুদ্ধি জ্ঞান দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে নিজের ভবিষ্যৎকে সিকিউরড করবেন , শা টিম এটাই প্রত্যাশা করে | — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen