L O A D I N G

আর ভিড়ে নয়, এবার নীড়ে ফেরা !

করোনার জন্যে নিষেধাজ্ঞা ও ঈদের ছুটি সব মিলিয়ে আমাদের এখন উদ্দেশ্যহীন জীবনযাপনের চিত্র | গত দুইবছর ধরে চলছে এই দৃশ্যপট | শিক্ষাব্যবস্থা এখন কোমায় | স্কুল-কলেজ-ভার্সিটি কবে খুলবে , ঈশ্বর ছাড়া কেউ জানে না | এই দীর্ঘমেয়াদি অসহ্যরকম ভীষণ যন্ত্রণাদায়ক জীবন-যাপনে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি | বিদেশী দূতাবাস , বিদেশী বিশ্ববিদ্যালয় ও তার বাইরে নয় | সবমিলিয়ে আমরা একটা নাভিশ্বাস অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছি | এর মধ্যেও কিছু কিছু কাজ হচ্ছে , হয়তো সে’রকম লার্জ স্কেলে নয় ; তারপরেও বিদেশী মিশন নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে | যে সকল ছাত্র-ছাত্রীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন , ফেসবুকে-টিকটক-লাইকিতে কিংবা ইউটিউবে অযথাই জীবনের মূল্যবান সময় অপচয় করছেন —আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ;

আসুন এইসব ভিড় ঠেলে নীড়ে ফিরি | সেই নীড় হচ্ছে ক্যারিয়ার গড়ার নীড়ে | সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না | সে বড়োই নিষ্ঠুর | অতএব, সময়ের কাজ সময়ে করুন | যদি বিদেশে উচ্চশিক্ষা নেবার জন্যে মনস্থির করে থাকেন, তাহলে IELTS অথবা TOFEL করার জন্যে উঠেপড়ে লাগুন | সেইসঙ্গে কিছু এক্সট্রা সোশ্যাল এক্টিভিটিসে নিজেকে জড়িয়ে রাখুন , যেগুলো কাজে লাগবে | ভালো স্টেটমেন্ট অব পার্পাজ লিখে রাখুন ; বিভিন্ন দেশের ওয়েবসাইট ব্রাউজ করে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে খোঁজ-খবর নিন ; পরিবারের সিনিয়রদের সাথে সময় কাটিয়ে সেইসকল বিষয় শেয়ার করুন | বাবা-মার সাথে বসে একান্তে আলাপ-আলোচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করুন |

আমি তো বলবো, করোনা আপনার আমার জন্যে আশীর্বাদ | ঘরে থেকে অনেক লম্বা সময় পেয়েছি , কি করবো , কি করা উচিত, কি করতে পারবো , কেন পারলাম না , কেন পারবো না …সেই বিষয়গুলো নিয়ে ভাবার ! অযথা অহেতুক সময় নষ্ট যেখানে বাইরে শেষ হয়ে যেত , সেই সময়গুলো এখন পরিবারের সাথে কাটানোর দুর্দান্ত সুযোগ পাচ্ছেন | অতএব, ক্যারিয়ারের লক্ষ্য ও উদ্যেশ্য নিয়ে ভাবুন ; নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করুন | আপনার চোখের সামনে যখন সকলেই এস্টাব্লিশড হয়ে যাবে, আপনার তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না | কার ভিতরে কি স্বপ্ন ও লক্ষ্য ঘাপটি মেরে রেখেছে , আপনি জানতেও পারবেন না | আমাদের অনেক স্টুডেন্টস কানাডা পৌঁছে তারপর ফেসবুকে পোস্ট দিয়েছে ” আলহামদুল্লিয়াহ , সকলের দোয়া ও ভালবাসায় কানাডা এসে পৌঁছলাম | ” এরপর আমাদের কাছে তার বন্ধুবান্ধবের ফোন , স্যার , ও কিভাবে ভিসা পেলো, কখন আবেদন করলো ? ইত্যাদি |

এটুকুতেই আন্দাজ করে নিন , আপনার চারপাশে যেসকল বন্ধু-বান্ধবের জটলা দেখছেন , দিনের শেষে রাতের আঁধারে কেউ না কেউ তার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত | আপনার সাথে শেয়ার করতে ইচ্ছুক নয় | আমি ব্যক্তিগতভাবে অনুরুধ করবো, আমাদের সাথে অন্তত একদিন শেয়ার করুন | কি আপনার লক্ষ্য ও উদ্যেশ্য ?

যদি প্রায় আট হাজার স্টুডেন্টসের ভাগ্য পরিবর্তনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি , তাহলে আপনার ক্ষেত্রে কেন পারবো না ? সময় বদলাবেই , আপনিও বদলে যান | — সুপ্রিয় কুমার চক্রবর্তী
For any queries write me at [email protected]

Leave a Comment