আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) স্টুডেন্টদের কাছে শা এসোসিয়েটস একটি পরিচিত নাম। কারণ একজন গেলে অন্যজনকে রেফার করে, আর এভাবেই আমাদের রেফারেন্সের কোটা বাড়তে থাকে। বাংলাদেশের কোনো দৈনিক পত্রিকায় আমরা বিজ্ঞাপন দেইনা পাঁচ বছরের বেশী হবে! কোনো টিভি চ্যানেলে আমাদের এড চলেনা সাত বছর হবে। কোনো ব্লকবাস্টার সিনেমা হলেও আমাদের বিজ্ঞাপন বন্ধ। একটি ফার্ম যখন তার কথা ও কাজে একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, ছাত্র-ছাত্রীদের কাছে বিশ্বাস ও ভরসার আইকন হয়ে উঠে তখন আর তার কোনো বিজ্ঞাপনের দরকার হয় না। সানজিদা আলী এরিন ম্যাডাম শা এসোসিয়েটসকে খুঁজে পেলেন। বিবিএ শেষ করে এখন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে টরোন্টোর সেনেকা কলেজে ভর্তি এবং ভিসা করতে আমাদের চৌকষ ভিসা কনসালটেন্ট বাপন সাহার খুব বেশী কষ্ট করতে হয়নি। এরিন ম্যাডামের ইচ্ছে আছে, পিজিডি শেষ করে এমবিএ-টা ও করে ফেলবেন। ভালো ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার লাইফলাইন খুব স্ট্রেইট ফরওয়ার্ড। তারা শুধু এগিয়ে যেতে জানে। এরিন ম্যাডামের জন্য আমাদের শুভ কামনা। — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen