L O A D I N G

আমি কৃতজ্ঞ , আমি অভিভূত !

আমাকে ওভারসিজ এডুকেশন কনসালট্যান্সি ভুবনে ” গ্লোবাল স্টাডি গুরু ” হিসেবে স্বীকৃতি দেবার জন্যে বিশ্বের বৃহৎ এডু-টেক কানাডিয়ান কোম্পানি ” ApplyBoard ” এর বাংলাদেশ চ্যাপ্টারের এসোসিয়েট ডিরেক্টর মো: ইফতেখার উদ্দিন সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা | উনি কষ্ট করে পুরো টিম নিয়ে এসে আমাকে এই সম্মাননা জানিয়ে গেলেন | আমি এই বিজনেস সেক্টরে গুরু কিনা জানি না ; তবে আমি সবার বন্ধু ! আমার কাছে প্রতিটা “রিপুটেড-গুডউইল বেইজড” এডুকেশন কনসালট্যান্সি ফার্মের সিইও বা এমডি সকলেই আমার প্রিয় শুভাকাঙ্খী ও বন্ধু | আমি সময় পেলেই সবার অফিসিয়াল ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পেইজ ব্রাউজ করি | তাদের সাফল্যের খবর দেখে আনন্দে উদ্বেলিত হই | প্রতিদিন আমি শেখার চেষ্টা করি | — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও , শা এসোসিয়েটস / শা এলিট ট্যুরস ||

Leave a Comment