হ্যাঁ , আপনি অবশ্যই পারবেন ! তবে IELTS জমা দেবার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হবে | এরমধ্যে আপনাকে IELTS certificate কপি আপলোড করতে হবে কিংবা নির্ধিষ্ট IELTS এক্সাম সেন্টার এর মাধ্যমে তা সরাসরি এডুকেশনাল ইনস্টিটিউশনে পাঠাতে হবে | আপনি আবেদনের সময় ভালো করে দেখে নিবেন , এপ্লিকেশন করবার রিকুয়ারমেন্টে IELTS স্কোর কত উল্লেখ আছে ? এই কাঙ্খিত বা প্রত্যাশিত স্কোরের নিচে কোনো IELTS এর স্কোর পাঠালে আপনার আবেদনটি অযোগ্য বলে বিবেচিত হবে | শুধু IELTS এর কাগজ নয়, একটি কমপ্লিট এপ্লিকেশন হবার জন্যে যেসব ডকুমেন্টস আউটস্ট্যান্ডিং থাকবে, সব কাগজই আপনাকে নির্দিষ্ট পোর্টালে একটার পর একটা আপলোড করতে হবে | সেই পোর্টালে প্রফেসরের রেফারেন্স লেটার থাকতে পারে, আপনার এপ্লয়মেন্ট অর্গানাইজেশন থেকে রিকমেন্ডেশন লেটার, আপনার Statement of Purpose (SOP) , একটি কমপ্লিট রিজিউমি ; আপনার অর্জিত ECA ইত্যাদি !
যেনতেনভাবে ডকুমেন্টস আপলোড করে বা কুরিয়ারে পাঠিয়ে ভর্তির জন্যে নিজেকে ওভার কোয়ালিফাইড মনে করবেন না ! কারণ, একটা জিনিস মনে রাখবেন, কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সের জন্যে বিশ্বের প্রায় ১৭৫টি দেশের স্টুডেন্টসরা আবেদন করে থাকে | ২০২১ সালে ৬২১,৫৬৫ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে এনরোলড করেছেন | ২০২২ সালের রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি ! অতএব, আপনার চেয়ে আমার চেয়ে অনেক হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টস বিশ্বের নানা প্রান্তে ঘাপটি মেরে বসে আছেন |
আপনার উচিত হবে কানাডায় যাওয়ার জন্যে নিজেকে একজন সত্যিকারের মেধাবী চৌকষ ডাইনামিক স্টুডেন্ট হিসেবে তুলে ধরা | কি ইংরেজিতে দক্ষতায় , এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে , এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে , লেখনীতে ও আবেদনের প্রক্রিয়ার সময় সকল নিয়মাবলী পারফেক্টওয়েতে অনুসরণ করে | তবেই আপনার সাফল্য | এতো এতো কাজের জন্যে আপনি অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ কানাডা কোর্স গ্রেজুয়েট সার্টিফাইড কনসালটেন্টের সাথে চুক্তিবদ্ধ হতে ভুল করবেন না !
কতিপয় তথাকথিত ব্লগ বা ফোরামে দিন-রাত আলতু-ফালতু মনগড়া পরামর্শ দিয়ে বেড়ানো অল্প বিদ্যা ভয়ংকরী টাইপের স্ব-ঘোষিত মেধাবী স্টুডেন্টসদের চক্কর থেকে নিজেকে বের করে আনুন | সব পরামর্শ সকলের জন্য নয় ! রবীন্দ্র সরোবরে বসে প্লাস্টিকের কাপে যে কফি খাবেন , সেটার দাম ২০ টাকা; আর লা মেরিডিয়ান-এ সেই কফির দাম ৮৫০ টাকা সাথে কুকিজ ও থাকবে | হকারি করে কফি বিক্রেতার সঙ্গে যদি ইথিওপিয়ান কফি নিয়ে গল্প শুরু করেন, তাহলে তো টাইম ওয়েস্ট আপনার ! অতএব, নিজের ওজন বুঝে কোয়ালিটি বুঝে ফিউচার প্ল্যান করবেন | আর সঠিক পার্সনের কাছ থেকে রিয়েল তথ্য নিয়ে অগ্রসর হবেন | — শা অ্যাডমিন ম্যানেজার