কানাডা কিংবা আমেরিকার স্টাডি পার্মিট আবেদনে ফাইনান্সিয়াল এফিডেভিটে আপনি আপনার পরিবারের একান্ত আপন সম্মানিত মামা বা চাচা কাউকেই সংযুক্ত করতে পারবেন না ! কারণ, আপনার বাবা মা যদি জীবিত থাকেন এবং তাঁদের একটা নিজস্ব সোশ্যাল এন্ড ফ্যামিলি টাইস থাকে ; যদি তাঁহারা কোনো রকম জব কিংবা ব্যবসায় এনগেজ থাকেন তাহলে উনারা ছাড়া আর কেহই আপনার উচ্চ শিক্ষার আবেদনের ফাইলে স্পনসর হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না ! সুতরাং, কারো কথায় সন্তুষ্ট হয়ে আবেদন করে পরে রিফিউজ্ড হয়ে উনার উপর রুষ্ট হবেন না ! আজকাল কানাডা থেকে , আমেরিকা থেকে ইউটিউবে এতো বেশি এডভাইজারের জন্ম হয়েছে যে; তাদের পরামর্শ এতো বেশি পরিমানে সহজলভ্য যে , ঐসব ভুঁইফোড় আলোচক চিন্তাবিদ পরামর্শবিদের সংখ্যা এখন এতই বেশী যে; আমরা মনে হয় এতগুলো বিস্কুট ও খাইনি !
অতএব, যারা সত্যিকারের অভিজ্ঞ দক্ষ এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন তাঁর পরামর্শ নিন | আপনার ফাইলের সুরক্ষা তৈরী করুন | অযথা রিফিউজালের ভুবনে নিজের নাম লেখাবেন না ! রিফিউজ্ড হয়ে গেলে উনাদেরকে আপনি খুঁজেও পাবেন না ! কারণ, কেউ থাকেন কানাডা কেউ থাকেন আমেরিকা ! আপনি ভিসা পেয়ে ঐখানে গেলে না উনাদেরকে ধরতে পারবেন ? সাধু সাবধান ! —- শা অ্যাডমিন ম্যানেজার