L O A D I N G

আমি কি টিউশন ফি স্টুডেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিতে জমা দেব নাকি ব্যাংকে ?

আমরা প্রায়ই এই কথাটা শুনি | অনেক এজেন্সি নাকি স্টুডেন্টসদের টিউশন ফি ব্যাংকের মাধ্যমে পাঠানোর পরামর্শ না দিয়ে নিজের কাছে জমা রাখেন | এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় | আইন অনুযায়ী এটা একটা মারাত্মক অপরাধ | আপনি যদি এ’ধরণের কোনো কনফিউশনে পড়ে থাকেন, এবং এ’সংক্রান্ত প্রতারণার শিকার হয়ে থাকেন , তাহলে দেরী না করে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করুন ; সেইসঙ্গে অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশন অফিস , বাংলাদেশ ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট ভ্যাট-ট্যাক্সের অফিসে জমা দিন | কোনো স্টুডেন্টসের টিউশন ফি কোনো এজেন্ট তাঁর ব্যাংকে বা অফিসে রাখতে পারেন না ; তাঁর কোনো অধিকার নেই |

আপনি বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত যে কোনো ব্যাঙ্ক থেকে আপনার যে কোনো পরিমান টিউশন ফি আপনি নিজেই সরাসরি পাঠাতে পারেন | ভার্সিটির অফার লেটার , রিফান্ড পলিসির ডকুমেন্ট , পাসপোর্ট , ছবি , অভিভাবকের অর্থের উৎস সংক্রান্ত কাগজ-পত্র সঙ্গে নিয়ে ব্যাংকে গিয়ে আপনার নামে একাউন্ট খুলে অথবা মা-বাবার নামে একাউন্ট খুলে বৈধ উপায়ে আপনার টিউশন ফি প্রেরণ করুন | যদি কোনো কারণে আপনার ভিসা রিফিউজ্ড হয়, তাহলে রিফিউজাল লেটার দিয়ে ব্যাঙ্কিং চ্যানেলে আপনার পাঠানো টাকা পুনরায় আপনার একাউন্টেই ফেরত আনুন | আশা করছি , টিউশন ফি পাঠানো নিয়ে আপনার প্রশ্নের উত্তর পেয়ে নিশ্চিন্ত হলেন | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment