খুবই সুন্দর প্রশ্ন ! এটা আসলেই একটা কঠিন কাজ | আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মনে করছেন, যে কোনো একটি বা হাইয়েস্ট দুটো ইউনিভার্সিটিতে আবেদন করলেই এডমিশন লেটার কনফার্মড ! না, আপনি ভুল অঙ্ক কষছেন ! এজন্য দরকার আপনার একজন এক্সপার্ট কানাডা কোর্স গ্র্যাজুয়েট কনসালটেন্ট ( কানাডা সরকার কর্তৃক স্বীকৃত ) | আপনার পুরো প্রোফাইল দেখে আমরা বলে দিতে পারবো , কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করলে আপনার সামগ্রিক যোগ্যতা অনুযায়ী ( IELTS স্কোর, কারেন্ট জিপিএ/সিজিপিএ , আপনার ফাইনান্সিয়াল বেকআপ , প্যারেন্টসের সোশ্যাল এন্ড ফ্যামিলি টাইস ) কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করলে আপনার অফার লেটার পাওয়াটা অনেক ইজি হবে | আন্দাজে আবেদন করলে ভার্সিটির বিজনেস, কলেজের এক্সট্রা ইনকাম — আর কিছু না ! এপ্লিকেশন ফিটাই তাদের একটা আয়ের খাত | অযথা আপনি কেন এই টাকা খরচ করবেন ?
আমাদের কাছে যে ডিসিশন নেওয়া মাত্র মিনিটের ব্যাপার, আপনার কাছে সেটা দশ-বারোদিনের কাজ | তাও আবার ভুল হওয়ার সম্ভাবনা প্রবল | তাই, আমরা আশা করবো, আপনি একজন ওভারসিজ এডুকেশন এক্সপার্টের সঙ্গে কথা বলে অগ্রসর হউন | আপনার যাঁকে পছন্দ হয়, তার সাথেই যোগাযোগ করুন , কথা বলুন , হেল্প নিন | আপনার ভর্তি ও ভিসা নিশ্চিন্ত করুন |- শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates Represent the Top 50 Universities and 10 Colleges in Canada.