L O A D I N G

Select Your Style

Choose your layout

Color scheme

“আমি এখন টরোন্টোতে পাখির মতো উড়বো”!!

ঢাকার সুপরিচিত জিঞ্জিরা (বাংলার চীন নামে খ্যাত), শিল্প বাণিজ্যের রমরমা বসতি। সেখানেই বেড়ে উঠা আকাশ চন্দ্র বর্মনের। জিঞ্জিরা থেকে বনানী ….. আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ – AIUB ! যেই সেই দূর নয় কিন্তু। কিন্তু লেখাপড়ায় কিংবা উচ্চশিক্ষায় আগ্রহ, প্রেম ও ভালোবাসা থাকলে দুরুত্ব কোনো বাধা নয়। আকাশকে যে পৃথিবীর বড় আকাশটা ছুঁতেই হবে। সেই স্বপ্ন, উদ্দীপনা ও ভাবনা নিয়ে হাজির শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে। তাও আবার সরাসরি সিইও-র রুমে। এই রুমে ঢোকা মানেই জীবনের নতুন একটা আল্পনা আঁকা হয়েই গেলো। ব্যাস ….স্বপ্ন উড়ানের শিমুল তুলা উড়তে শুরু করলো আকাশের বুকে। টরোন্টোর সেনেকা কলেজে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর স্প্যেশাল পিজিডি করতে আকাশ এখন ফিঞ্চ শহরে….. সিইও-র কাছে মেসেঞ্জারে তার অভিব্যক্তি ছিল কিছুটা এ’রকম “আমি এখন টরোন্টোতে পাখির মতো উড়বো”!! উড়তে থাকুন আকাশ ভাই… জিঞ্জিরার হাওয়া লাগুক কানাডার স্নিগ্ধ সুন্দর বাতাসে!! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment