L O A D I N G

আমি অভিভূত ! আমরা কৃতজ্ঞ !!

বিশ্বের খ্যাতনামা ব্যাঙ্কিং প্রতিষ্ঠান HSBC-র ঢাকার কর্পোরেট অফিসের আমন্ত্রণে দ্যা ওয়েস্টিন হোটেলে সাক্ষাৎ হলো ব্যাংকটির হংকং হেড অফিসের এশিয়া প্যাসিফিক রিজিওন-এর সিওও ( চিফ অপারেটিং অফিসার ) মিস্টার স্কট এলিসের সাথে , ব্যাংকটির নিত্য নতুন সার্ভিস এবং আরো অধিকতর সেবা কিভাবে দেওয়া যায় সেটাই ছিল নিমন্ত্রণের উদ্দেশ্য | একান্ত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের ঢাকার কর্পোরেট অফিসের হাই অফিসিয়াল জনাব আদনান ও জনাব সাইফুল সাহেব ; এবং মাত্র পাঁচজন ভিআইপি ক্লায়েন্টস যাঁর মধ্যে ঢাকার তিনজন বিশিষ্ট শিল্পপতি ও দুইজন ব্যবসায়ী ছিলেন | ব্যাংকের হাজার হাজার গ্রাহক থেকে মাত্র পাঁচজন গ্রাহককে আমন্ত্রণ করা হয়েছিল মিস্টার স্কটের সাথে আলোচনা করার জন্য | HSBC ব্যাংকের অনেক বড় মাপের গ্রাহক থাকতে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে তাদের সার্ভিস উন্নয়নের ফিডব্যাক অনুষ্ঠানে মূল্যায়ন করার জন্য আমি সত্যি অভিভূত , আনন্দিত এবং কৃতজ্ঞ | আমার সঙ্গে স্পেশালি আলোচনার মূল বিষয়বস্তু ছিল HSBC ব্যাংকের মাধ্যমে কিভাবে বিদেশে উচ্চশিক্ষার্থে ছাত্র-ছাত্রীদের টিউশন ফী, হোস্টেল ফী অতি সহজে দ্রুততম সময়ে নিজের পছন্দের দেশে পাঠানো যায় || সেইলক্ষ্যে শা এসোসিয়েটস ও HSBC ব্যাঙ্ক একসাথে কাজ করতে চায় | আমাকে ও আমার কোম্পানিকে এভাবে মূল্যায়ন করার জন্য ব্যাংকের প্রতি আমি কৃতজ্ঞ || কোয়ালিটি প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান যোগাযোগ করবে সেটাই স্বাভাবিক | শা এসোসিয়েটস সেটা ডিজার্ভ করে ! — সুপ্রিয় কুমার চক্রবর্তী, CEO, SA Associates.
[ ছবিতে ডান থেকে দ্বিতীয় আমি , পঞ্চমজন স্কট এলিস ]

Leave a Comment