প্রফেশনাল লাইফ কিংবা এডুকেশনাল লাইফে কিছু বিষয় আছে যেগুলো আপনার জানা নাও থাকতে পারে; কিংবা সেটা আপনার দ্বারা সমাধান করা অসম্ভব একটা বিষয় হতে পারে | একটা প্রব্লেম নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়তেই পারে | ভিসার ফাইল সাবমিশনের ক্ষেত্রে সেটা আরো বেশি টেনশনের | গতানুগতিক ধারায় স্টাডি প্ল্যান , সিভি , কভার লেটার , জেনেরিক ফর্ম , অফার লেটার , ভার্সিটি বা কলেজ নির্বাচন, কোর্স সিলেকশন …প্রতিটা বিষয় খুবই ইম্পরট্যান্ট | আপনি হিস্টোরিতে অনার্স বা ফার্মাসিতে পড়ে কি বিষয়ের উপর এমবিএ করলে ভিসা কনফার্ম হবে, সেটাই হচ্ছে আসল কথা | আর সেইজন্যই আপনার দরকার একজন এডুকেশন কনসালটেন্ট | ক্রিটিকেল থিংকিং এন্ড প্রবেলম সলভিং নিয়ে ভাবাই যাঁর একমাত্র কাজ | আপনি হয়তো আপনার জায়গায় সেরা , কিন্তু আমরা মনে করি — এডুকেশন কনসালটেন্ট বা ভিসা এক্সপার্ট এই দুটো বিষয়কে যদি সামনে নিয়ে আসি, তাহলে আমরা সেরা |
আমরা সফলতা কাউন্ট করি হাজার হাজার ছাত্র-ছাত্রীর স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ; আর আপনি নিজেকে কাউন্ট করছেন শুধুমাত্র নিজের সফলতা ও ব্যর্থতা দেখে | এখানেই আপনার সাথে আমাদের পার্থক্য ! — শা অ্যাডমিন ম্যানেজার