আমরা আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদেরকে একটা ব্যাপারে আশ্বস্থ করতে চাই — আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা , অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তবেই একটি ফাইলের কাজ করি | আমরা আপ্রাণ চেষ্টা করি, একজন স্টুডেন্টের স্বপ্নপূরণে যথাসাধ্য সর্বোচচ মেধা ও শক্তিকে কাজে লাগানোর | এরপরেও দেখা যায়, অনেক সময় আমাদের ভালো প্রস্পেক্টিভ স্টুডেন্টদের ভিসা হয়না | এর মেইন কারণ, হাইকমিশনের সুপ্রিম সিদ্ধান্ত , যেখানে হাত দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নেই | আমরা সেখানে অপারগ | এই রিফিউজালের বিপরীতে উনারা আবার রিএপ্লাই করতে বলেন , আমরা সেখানেও চেষ্টা করি | অনেকসময় সেই কেইস সাকসেস হয়, অনেক সময় সেটা-ও সফলতার আলোর মুখ দেখে না | কোনো এডুকেশন এজেন্ট কখনোই কোনো দূতাবাস বা হাইকমিশনের প্রতিনিধি হতে পারে না | আমাদের সফলতা ব্যর্থতা আপনি মেনে নিবেন বলেই আমাদের অফিসিয়াল এপ্লিকেশন ফর্মে , মানি রিসিপ্টে আপনি ও আপনার অভিভাবক স্বাক্ষর করে তবেই এই কাজের জন্য চুক্তিবদ্ধ হন | এটাই একটি কাজের নমুনা ও সর্বজন স্বীকৃত | আপনি জেনেশুনেই যে কোনো অফিসে যান আপনার প্রয়োজনে , নিজের কাজের সাফল্যের জন্য ! যে কোনো ভালো রিপুটেড এজেন্সি বা ফার্ম আপ্রাণ চেষ্টা করে আপনার কাজটি যেন সফল হয়, কারণ এটার সাথে তার ফিউচার বিজনেস জড়িত , আর আপনার সারাজীবনের স্বপ্ন জড়িত | একই কাজ আপনি নিজে নিজে করলেও তো রিফিউজ্ড হতো , কিংবা অনেক হচ্ছে ! তখন আপনি কাকে দোষ দেন ? সুতরাং, আসুন – যে কোনো কাজ কাউকে দিয়ে তার উপর ভরসা রাখি | কাজ না হলে তার সাথে সেই ফার্মের সাথে সুসম্পর্ক বজায় রাখি |
অন্য কোনো এজেন্সী বা ফার্মের কথা বলতে পারবো না — শা এসোসিয়েটস তার ইতিহাসে কখনোই ফোন দিয়ে রিকিউয়েস্ট করে বাসা থেকে অনুনয় বিনয় করে কাউকে ফাইল ওপেন করায়নি , আমাদের প্রতিটা স্টুডেন্টস এন্ড তাঁদের গার্ডিয়ান আমাদের ব্যাপারে সকলকিছু ভালো করে জেনে বুঝে রেফারেন্স নিয়ে নিজ সিদ্ধান্তে তবেই আমাদের অফিসে এসেছেন সার্ভিস নেবার জন্যে ! সেইজন্য আমরা সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ দিতে চাই |
আরেকটি কথা — শা এসোসিয়েটসে ফাইল ওপেন করে আপনি যদি নানান ব্লগ বা ফোরামে নিজের মনের কথা শেয়ার করেন, ( Anonymous Participant ) আইডি দিয়ে তথ্য জানার চেষ্টা করেন, আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যান ; আমরা বলবো আপনি ভুল করছেন | আপনি ঐসব ভুঁইফোড় ঠিকানাবিহীন অফিসবিহীন নাম-না-জানা সাইটের অবৈধ কার্য্যক্রম থেকে নিজেকে গুটিয়ে ফেলুন | ভবিষ্যতে তারা আপনার তথ্য নিয়ে যে কোনো রকম ব্ল্যাকমেল করতে পারে | অতএব, নিজেকে এতবেশি এক্সপোজ করবেন না | সবজায়গায় সবতথ্য দিয়ে অযথা নিজের প্রাইভেসি নষ্ট করবেন না | মনে রাখবেন – শা এসোসিয়েটসের চৌকষ টিম সবদিকে নজর রাখছে |
আমাদের সকল কার্য্যক্রমের মেইনটেনেন্স এবং তদারকির লেভেল জাস্ট আপ টু দ্যা মার্ক – টপনচ | —- শা অ্যাডমিন ম্যানেজার