ভালোটা পিক করার দ্বায়িত্ব আপনার !
সত্যি তাই ! ফেসবুক খুললেই , ইউটিউব খুললেই এতো কনসালটেন্ট , এতো পরামর্শবিদ যে এখন আমরা নিজেরাই মাঝে মাঝে ভাবি …..এই প্রফেশনে আমরা টিকে থাকবো তো ? এতো ব্লগ , এতো ফোরাম , এতো অফিস , এতো বুদ্ধিদাতা , এতো আলোচক , এতো উপস্থাপক যে আমরা এখন ভয়েই ফেসবুক খুলি না !
কানাডার ভিসা নিয়ে এমন সব বিজ্ঞাপন যেন …..চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে ভরে স্টুডেন্টস , ওয়ার্কার, ভিজিটর , ইমিগ্রেন্ট নেবার জন্য কানাডা সরকার তাঁর অফিসিয়াল টিম পাঠিয়েছে | আপনি শুধু পাসপোর্ট দিবেন , আর ভিসা নিয়ে সোজা চট্টগ্রাম পোর্টে | ফেসবুকের কল্যানে ইউটিউবের কল্যানে পৃথিবী যে এতো সস্তা হয়ে গেছে , এটা বোধহয় বাংলাদেশে বসে ফেসবুক ব্রাউজ না করলে ইউটিউবে ঢুঁ না মারলে বুঝা যাবে না | সবই যেন হাতের তুড়ি বাজানোর মতন !
আমাদের জানামতে বাংলাদেশে প্রায় তিনশো এডুকেশন কনসালটেন্সি ফার্ম বা এজেন্ট রয়েছেন | কারো বিজনেস নিয়ে কথা বলার কোনো ইচ্ছা বা রুচি আমাদের নাই | আমরা শুধু বলবো – অনেক ভিড়ের মধ্য থেকে ভালোটা পিক করার দ্বায়িত্ব আপনার !
কানাডার নেক্স ইনটেক : ফল ২০২৩ ( সেপ্টেম্বর সেশন ) ;
এপ্লিকেশনের ডেডলাইন : ৩১শে ডিসেম্বর ২০২২
বিস্তারিত : কমেন্টস বক্সে |