সম্প্রতি সংঘটিত কিছু অনাকাঙ্খিত অপ্রত্যাশিত জঘন্য রুচিহীন বর্ণনার অযোগ্য লেখার ভাষাহীন অভিব্যক্তি ঘটনায় শা টিম বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষাগুরুদের কাছে মাথা অবনত চিত্তে ক্ষমা প্রার্থনা করছে | আমরা লজ্জিত , দুঃখিত , ব্যথিত স্যার ! আমাদেরকে ক্ষমা করবেন ! আপনাদের শিক্ষা আদর ভালবাসা দিক-নির্দেশনায় উপদেশে হাজার হাজার ছাত্র-ছাত্রী আজকে আমেরিকা , কানাডা , ব্রিটেন, অস্ট্রেলিয়া , ইউরূপে , ভারতে , মালয়েশিয়াতে , সাইপ্রাসে , মাল্টায় এমনকি মিশরে পর্যন্ত্য উচ্চশিক্ষা নিয়ে দেশ ও দশের মুখোজ্জ্বল করে যাচ্ছে ; ভবিষ্যতে আরো করবে | প্রতিটি ছাত্র যেন একেকটি বাংলাদেশ, একেকটি শিক্ষকের প্রতিচ্ছবি |
আপনারা একা নন স্যার, আপনার ভালবাসায় ও শিক্ষার জাদুর ছোঁয়ায় গড়া লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র-ছাত্রী এই দেশে , কি বিদেশে এখনো জাগ্রত তাঁদের বিবেকবোধ এখনো উজ্জ্বল ও উদার ! একদিন সবাই যখন আগুনের ফুলকির মতো জ্বলে উঠবে তখন এই নরপিচাশগুলো পালানোর পথ খুঁজে পাবে না !
ভয় নেই স্যার, আলো আসবেই ! আপনাদের হাতেই আগামীর বাংলাদেশ | — শা অ্যাডমিন ম্যানেজার