বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের EEE-ফ্যাকাল্টির মেধাবী স্টুডেন্ট আবরার ফাহাদ , যিনি থাকতেন শেরে-বাংলা নামক বুয়েটের হলে | কিন্তু আবরারকে সেই বাঘের হল থেকে মৃত বাঘ হয়ে বের হতে হলো | এই খবর আমাদের কানে যখন এসেছে, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি | আমরা হতভম্ব হয়েছি, বিস্মিত হয়েছি | এখনো সেই দুঃস্বপ্নের ঘোর আমাদের কাটেনি | আমরা কি দিনকেদিন একটা অসুস্থ সমাজ সংসার রাষ্ট্রের গহীন অতলে হারিয়ে যাচ্ছি ?? একজন বুয়েটের স্টুডেন্টসকে এভাবে মৃত্যুর নির্দেশ এবং পালনকারী সকল কালপ্রিট , অমানুষ , ছাত্র-রাজনীতির নাম-পদবীধারী সকল পাষণ্ড , গুন্ডা , পান্ডাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা খুব খুব জরুরী | আমরা মনে করি ও স্পষ্ট ভাষায় বলতে চাই, যে ছাত্র-রাজনীতিকে আপনারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন-পালন করে কালসাপ , হায়েনা পুষছেন ; সেইসকল বিষপোকা গুলি একদিন আপনার প্রিয় সন্তানের বুকে পাড়া দিয়ে ক্ষমতায় যাবে, কথাটা মনে রাখবেন ! প্রয়োজনে ডাইরিতে লিখে রাখুন !! অতএব, এখনই তাদের লাগাম টেনে ধরুন , এইসকল শয়তান ইবলিশ বদমাইশ ছাত্রনামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বুয়েটে সত্যিকারের মেধাবী স্টুডেন্টসদের নিরাপদ সেকেন্ড হোম হিসেবে নিশ্চিন্ত করুন | ফাহাদ আবরার মা-বাবার চোখের জলে মিশে আছে শা টিমের সকল অফিসার , কর্মচারীদের চোখের জল || —- শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen