Don’t be Oversmart !
এই পোস্টের ছবিটি এখন টক অব দ্যা টাউন ! আইনের চোখে সে এখন অপরাধী | গ্রেফতার হয়ে মামলার জালে বন্দি এবং অনিশ্চিন্ত একটি ভবিষ্যতের পথযাত্রী | ২৫শে জুনের আগের দিনও তার জীবনের অনেক পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল | কিন্তু আজকে সবই ইতিহাস !
এবার মূল কথায় আসা যাক ! কেন এই ওভারস্মার্ট যুবকটিকে নিয়ে আমাদের পোস্ট ?
আমরা এই পোস্টের মাধ্যমে একটি কথাই বলতে চাই , স্মার্ট হওয়া ভালো; কিন্তু ওভারস্মার্টিং খুবই ক্ষতিকর ও বিপদজনক !
যে কাজ আপনার নয়, সেই কাজ করতে যাবেন না | আর মজার ছলে বা ফান করে হলেও কারো পোস্টে কোনোরকম ব্যাড কমেন্টস করবেন না | কাউকে অসম্মান করে কথা বলবেন না ; কাউকে নিয়ে অহেতুক পোস্ট দিবেন না ! বলা যায় না , দেশের কোনো প্রচলিত আইনের কোন ফাঁকফোকরে আপনি একবার ঢুকে পড়বেন !! তাহলে কিন্তু রক্ষা নেই ! কারণ, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতা আছে, সে তার অধিকার বা ন্যায্য বিচার পাওয়ার !
ভুল করে হলেও মোবাইলে কারো ছবি তুলে ব্ল্যাকমেলিং করবেন না | অহেতুক অকারণে কারো পিছনে লাগবেন না | চট করে কাউকে বিশ্বাস করে নিজের ইতিহাস বলে বেড়াবেন না ; ডকুমেন্টস আদান-প্রদান করবেন না | কোনো রকম ফোরাম বা ব্লগে নিজের পরিকল্পনা শেয়ার করবেন না | নিজের পাসপোর্টের কপি, ভিসার কপি , শিক্ষাগত যোগ্যতার সনদ দিবেন না | কানাডা বা আমেরিকা থেকে কেউ ফোন দিলেই তার কাছে মূল্যবান ডকুমেন্টস , অর্থ লেনদেন করবেন না | আপনার কোনো কাজ শেষমেশ না হলে ঐসব অদৃশ্য তথাকথিত কন্সাল্টেন্টদের আর খুঁজেও পাবেন না | এমন না যে , ভিসা পেয়ে কানাডা বা আমেরিকা গিয়ে তাকে ধরবেন | সেটাও সম্ভব না ! তাহলে অযথা মরীচিকার পিছনে কেন দৌড়াবেন ? বায়েজিদের মতো হ্যান্ডসাম যুবক বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে এই না যে সে একজন দারুন স্মার্ট , শিক্ষিত ও বুদ্ধিমান ছেলে !! বায়েজিদের তুচ্ছ ফান করা কতবড় বিপদ ডেকে এনেছে , সেটা নিশ্চয় বুঝতে পেরেছেন | অতএব, ভালো করে কনফার্ম না হয়ে , কানাডা বা আমেরিকা আছে বলেই দুনিয়া জয়কারী লোক ভেবে হুট্ করে যাকে-তাকে বিশ্বাস করে টাকা পয়সা ডকুমেন্টস দেওয়া থেকে বিরত থাকুন | কাজ করতে হয়, দেশের যে কোনো এজেন্সির সঙ্গে কাজ করুন | তারা ভুল করলে অফিসে বসে আলোচনার মাধ্যমে সমাধান করুন |
নিজেকে অতিরিক্ত স্মার্ট ভাবা থেকে দূরে রাখুন | IELTS-এ ৭.০, ৭.৫, ৮.০, ৮.৫ পাওয়া স্টুডেন্টস ও কিন্তু রিফিউজ্ড ! তাদের ফাইল শা এসোসিয়েটসে | অতএব, আমরা সবাইকে বিনীত অনুরুধ করবো — সেকেন্ড বায়েজিদ না হবার জন্যে | ভালো থাকুন , সুন্দর থাকুন || — শা অ্যাডমিন ম্যানেজার