![](https://blog.saavisa.com/wp-content/uploads/2021/03/161083036_3778081832271340_5971709477353620846_n.png)
১. আগে তিতা , পরে মিঠা টাইপের কিছু সত্য কথা শুনতে রাজি থাকবেন কিংবা অভ্যস্ত হবেন, সেটার প্রস্তুতি নিয়েই শা এসোসিয়েটসে আসবেন। কানাডা যাওয়ার জন্য আপনি আসলেই যোগ্য কিনা …সেটা নিশ্চিন্ত হবার জন্যেই আমাদের কথা শুনতে আসবেন। কথাগুলো অপ্রিয় লাগলেও সত্য!
২. ইউনিভার্সিটি বা কলেজের অফার লেটার পাওয়ার পর টিউশন ফি আমাদের অফিসে রাখবো না , সেটা কনফার্ম ও নিশ্চয়তা দেব বলেই শা এসোসিয়েটসে আসবেন
৩. ভিসার আগে বা পরে আমরা কোনো সার্ভিস চার্জ নেই না …..এ’ধরণের শুভঙ্করী ফাঁকিবাজি বাকোয়াজ মার্কা কথা আমরা বলতে অভ্যস্ত নই— সেটা আসলে কি এটা জানার জন্যই শা এসোসিয়েটসে আসবেন।
৪. আপনি শা এসোসিয়েটস ভিজিট করে যাওয়ার পর আপনার রেখে যাওয়া তথ্যের উপর ভিত্তি করে আগামী দশ বছরেও ফাইল খোলার জন্যে আকুতি-মিনতি করে আমাদের অফিস থেকে কোনো ফোন পাবেন না।
এবার আপনি চিন্তা করে দেখুন , শা এসোসিয়েটসে আসবেন কি আসবেন না ? —- শা অ্যাডমিন ম্যানেজার